India A

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হারের ধাক্কায় ফিরছে দ্রাবিড়-যুগ! কান্ডারি লক্ষ্মণ

কোভিডের পর খরচ সামলাতে বোর্ড ভারত এ দলের সফর ধীরে ধীরে কমিয়ে দিয়েছিল। আবার সেই প্রথা ফেরানোর কথা ভাবছে বোর্ড। দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষ্ণণ।।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৩:৩৫
Rahul Dravid

রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকার সময় রাহুল দ্রাবিড় নিয়মিত ভারত এ এবং অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে বিভিন্ন সফর করতেন। যে কারণে ভারতীয় দলের আগামী প্রজন্ম শক্তিশালী হয়ে উঠেছিল। কিন্তু কোভিডের পর খরচ সামলাতে বোর্ড সেই সব সফর ধীরে ধীরে কমিয়ে দিয়েছিল। আবার সেই প্রথা ফেরানোর কথা ভাবছে বোর্ড। দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষ্মণ।

Advertisement

দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়ার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মণকে। তিনিই ভারতের আগামী প্রজন্মকে তৈরি করার জন্য ভারত এ এবং অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। যা এক সময় দ্রাবিড় করেছিলেন। কিন্তু সমস্যা রয়েছে একটি জায়গায়। অন্য দেশের বোর্ড এই ধরনের সফরে রাজি হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, “বিসিসিআই ভারত এ দলের কিছু সফরের চেষ্টা করেছিল, যেমন অস্ট্রেলিয়াতে হল। কিন্তু অন্য দেশের বোর্ড এই ধরনের সিরিজ়ে আগ্রহী নয়। আর্থিক কারণেই তারা আগ্রহ দেখাচ্ছে না। লক্ষ্মণ চেষ্টা করছে কী ভাবে আগামী প্রজন্মকে আরও বেশি ম্যাচ খেলানো যায়, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যাস তৈরি করা যায়। দেখা যাক কী ভাবে এই ধরনের সফরগুলোর আয়োজন করা যায়।”

বোর্ডের চিন্তা আরও একটি বিষয় নিয়ে। ভারত এ দলের সূচি এমন ভাবে বানাতে হবে, যাতে রঞ্জি ট্রফি, আইপিএলের মতো প্রতিযোগিতা খেলতে ক্রিকেটারদের অসুবিধা না হয়। তবে ভারত এ দলের হয়ে খেললে যে লাভ হয় তার প্রমাণ বোর্ড পেয়েছে। সিনিয়রদের অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দরেরা গত বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ় জিতিয়েছিলেন। সেটা সম্ভব হয়েছিল ভারত এ দলের হয়ে খেলার অভিজ্ঞতার কারণেই।

Advertisement
আরও পড়ুন