Mike Tyson

হেরেও দমতে নারাজ টাইসন, জানিয়ে দিলেন আবার লড়বেন, এ বার লক্ষ্য পলের দাদা

১৯ বছর পর বক্সিং রিংয়ে নেমেছিলেন টাইসন। ৫৮ বছর বয়সে তিনি লড়লেন ২৭ বছরের পলের বিরুদ্ধে। বয়স স্বাভাবিক ভাবেই থাবা বসিয়েছে টাইসনের খেলায়। কিন্তু মনের জোর একটুও কমেনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১২:৪৯
Mike Tyson and Jake Paul

মাইক টাইসনের ঘুষি আটকাচ্ছেন জেক পল। ছবি: পিটিআই।

আবার লড়বেন মাইক টাইসন। শনিবার জেক পলের বিরুদ্ধে হারলেও দমে যেতে নারাজ ‘বৃদ্ধ’ বক্সার। ম্যাচ শেষে রিংয়ে দাঁড়িয়েই বলে দিলেন আবার লড়তে চান। বেছে নিলেন প্রতিপক্ষও।

Advertisement

১৯ বছর পর বক্সিং রিংয়ে নেমেছিলেন টাইসন। ৫৮ বছর বয়সে তিনি লড়লেন ২৭ বছরের পলের বিরুদ্ধে। বয়স স্বাভাবিক ভাবেই থাবা বসিয়েছে টাইসনের খেলায়। কিন্তু মনের জোর একটুও কমেনি। শনিবার পলের বিরুদ্ধে ৭৪-৭৮ ফলে হেরে গেলেও আবার লড়তে চান টাইসন। ম্যাচ শেষে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, এটাই শেষ লড়াই কি না। উত্তরে টাইসন বলেন, “আমি জানি না। আগামী দিনের পরিস্থিতির উপর নির্ভর করছে। আমার মনে হয় না এটাই শেষ। আমি এর পর লোগানের বিরুদ্ধে লড়তে পারি।” লোগান হচ্ছেন পলের দাদা। তিনিও বক্সার। ২৯ বছর বয়স তাঁর।

শনিবার পলের বিরুদ্ধ টাইসনের লড়াই নিয়ে প্রচুর মানুষের আকর্ষণ ছিল। ২০০৫ সালে অবসর নিলেও টাইসনকে নিয়ে আবেগ একটুও কমেনি। টেক্সাসে ৭২ হাজার ৩০০ জনের দর্শক আসন পুরো ভর্তি ছিল। মোবাইলে সেই খেলায় নজর রেখেছিলেন অসংখ্য দর্শক। যে সংস্থা টাইসনের ম্যাচ দেখাচ্ছিল, আমেরিকায় তাদের অ্যাপটি ক্র্যাশ করে যায়। ফলে সেখানকার বহু মানুষ পুরো খেলা দেখা থেকে বঞ্চিত হন। ম্যাচ শেষে টাইসন বলেন, “আমি খুবই খুশি আবার লড়তে নেমে। ম্যাচ পুরো আট রাউন্ড অবধি যাওয়াতে একটুও অবাক হইনি। আমার নিজের কাছে ছাড়া আর কারও কাছে কিছু প্রমাণ করার ছিল না। আমি লড়তে পেরে খুশি।”

প্রথম দিকে পলকে বেশ চাপেই রেখেছিলেন টাইসন। কিন্তু দ্বিতীয় রাউন্ডের পর হাঁপিয়ে যান টাইসন। মন্থর হয়ে যায় তাঁর গতি। ধীরে ধীরে ম্যাচে ফেরেন পল। পরের ছ’টি রাউন্ডে সহজেই জিতে নেন তিনি। টাইসনকে হারানোর কীর্তি গড়েন তিনি।

Advertisement
আরও পড়ুন