Jay Shah

নতুন সচিব পেল ভারতীয় ক্রিকেট বোর্ড, সরকারি ভাবে ঘোষিত জয় শাহের উত্তরসূরির নাম

গত বছরের ডিসেম্বর থেকে আইসিসি-র চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন জয় শাহ। বোর্ড সচিব পদে শূন্যস্থান পূরণ হল এ দিন। কে নিলেন দায়িত্ব?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৮:২৩
cricket

জয় শাহ। — ফাইল চিত্র।

গত বছরের ডিসেম্বর থেকে আইসিসি-র চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন জয় শাহ। তাই বোর্ড সচিব হিসাবে এত দিন কাজ চালাচ্ছিলেন দেবজিৎ সইকিয়া। রবিবার বোর্ডের নতুন সচিব হিসাবে সরকারি ভাবে তাঁর নামই ঘোষণা করা হল। কোষাধ্যক্ষ হয়েছেন প্রভতেজ সিংহ ভাটিয়া।

Advertisement

দু’জনেই বিনা লড়াইয়ে জয়ী হয়েছেন। কারণ দু’টি পদে একমাত্র তাঁরাই মনোনয়ন জমা দিয়েছিলেন। আগের কোষাধ্যক্ষ ছিলেন আশিস শেলার। তিনি মহারাষ্ট্র সরকারে মন্ত্রী হওয়ার পর বোর্ডের পদ ছেড়ে দেন। সেই জায়গায় এলেন প্রভতেজ।

রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় নির্বাচনী আধিকারিক এ কে জ্যোতি জানান, যে হেতু দুই পদেই আর কেউ মনোনয়ন জমা দেননি, তাই দেবজিৎ এবং প্রভতেজকে জয়ী ঘোষণা করা হচ্ছে। দেবজিৎ অসম ক্রিকেট সংস্থা এবং প্রভতেজ ছত্তিশগড় ক্রিকেট সংস্থার সঙ্গে যুক্ত। এ দিন বোর্ডের প্রাক্তন সচিব জয় শাহকে সম্মানিত করা হয়।

দেবজিৎ অতীতে প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি ম্যাচ খেলেছিলেন। উইকেটকিপার ছিলেন তিনি। তবে মাত্র এক বছর ক্রিকেট খেলার পরেই ছেড়ে দেন। এর পর আইন নিয়ে পড়াশোনা করেছেন। ২৮ বছর বয়সে গৌহাটি হাইকোর্টে প্র্যাকটিস করা শুরু করেন। তার আগে স্পোর্টস কোটায় নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে‌জ় এবং রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করেছেন। ২০১৬ সালে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত হন। অসম ক্রিকেট সংস্থার সহ-সভাপতি হন। ২০১৯ সালে তিনি সচিব হন।

এ দিন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন, আগামী ১৮ বা ১৯ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ের দল ঘোষণা করা হয়েছে। এক দিনের সিরিজ়‌ের দল ঘোষণাও হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে।

Advertisement
আরও পড়ুন