Shakib Al Hasan

শাকিবের জন্য আটকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, কেন?

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিতে চাইছে বাংলাদেশ। পারছে না শাকিব আল হাসানকে নিয়ে সমস্যা থাকায়। কী সমস্যা রয়েছে বাংলাদেশের অলরাউন্ডারকে নিয়ে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৩:০৬
cricket

শাকিব আল হাসান। — ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিতে চাইছে বাংলাদেশ। পারছে না একটিই কারণে। শাকিব আল হাসানকে নিয়ে সমস্যা থাকায়। অবৈধ বোলিং অ্যাকশন শোধরাতে শাকিব সম্প্রতি চেন্নাইয়ে দ্বিতীয় বার পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষার ফল বেরোলেই বাংলাদেশের দল ঘোষণা করে দেওয়া হতে পারে।

Advertisement

সেপ্টেম্বর মাসে সারের হয়ে খেলতে গিয়ে সন্দেহজনক বোলিং অ্যাকশন ধরা পড়েছিল শাকিবের। তখনই আইসিসি সাময়িক ভাবে বোলিং থেকে নির্বাসিত করেছিল তাঁকে। আবার বল করতে গেলে শাকিবকে পরীক্ষা দিতে হত। তিনি প্রথমে ইংল্যান্ডের লবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন। সেখানে পাশ করতে পারেননি। তার পরে চেন্নাইয়ে আইসিসি-র অনুমোদিত কেন্দ্রে এসে পরীক্ষা দিয়ে গিয়েছেন। আপাতত সেই পরীক্ষার ফলেরই অপেক্ষা করছেন তিনি।

আগামী এক-দু’দিনের মধ্যে চেন্নাইয়ের পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন শাকিব। তিনি বল করতে পারবেন কি না, তার উপর নির্ভর করছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। বোর্ড সভাপতি ফারুখ আহমেদ নিজে শাকিবকে দলে চান। গত বছর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি শাকিব। দেশে অশান্ত পরিস্থিতি থাকায় ফিরতেও পারেননি।

বুধবার বাংলাদেশের প্রধান নির্বাচক গাজি আশরফ হোসেন বলেছেন, “লবরোতে শাকিব বোলিং পরীক্ষায় পাশ করতে পারেনি শুনে আমি বিস্মিত। ও আবার পরীক্ষা দিয়েছে কি না জানতে হবে। শাকিবকে নিয়ে কী করা হবে সে ব্যাপারে বোর্ড কিছু জানায়নি। তবে প্রত্যেক মিনিটই গুরুত্বপূর্ণ। আশা করি আগামী এক-দু’দিনের মধ্যে গোটা বিষয়টা জানতে পারবেন।”

Advertisement
আরও পড়ুন