Bangladesh Cricket

Bangladesh vs Zimbabwe 2022: দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজে হার বাংলাদেশের

সিরিজ হার বাঁচাতে পারল না বাংলাদেশ। জিম্বাবোয়ের বিরুদ্ধে হার ১-২ ব্যবধানে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ২১:১৮

—ফাইল চিত্র

সিরিজের শেষ ম্যাচেও হার। ১-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজটাই হেরে গেল বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। ৫৫ রানে পাঁচ উইকেট হারালেও হাল ছাড়েনি ক্রেগ আরভিনের দল। বাংলাদেশের সামনে ১৫৭ রানের লক্ষ্য রাখে জিম্বাবোয়ে। বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৪৬ রানে। ১০ রানে হেরে যায় তারা।

জিম্বাবোয়ের হয়ে রিয়ান বার্ল অর্ধশতরান করেন। ২৮ বলে ৫৪ রান করেন তিনি। লুক জংউই ২০ বলে ৩৫ রান করেন। বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নেন মেহেদি হাসান এবং হাসান মাহমুদ। একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ এবং মাহমুদুল্লাহ।

Advertisement

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান লিটন দাস। অন্য ওপেনার পারভেজ হোসেন দু’রান করে আউট হন। এর পর একে একে ফিরে যান আনামুল হক, নাজমুল হোসেন, মাহমুদুল্লাহরা। ২০ ওভার শেষে ১৪৬ রানে আট উইকেট হারিয়ে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

তিন ম্যাচের সিরিজ শেষ হয় ২-১ ব্যবধানে। এ বার এক দিনের সিরিজে মুখোমুখি হবে দুই দল। ৫ অগস্ট থেকে শুরু সেই সিরিজ।

Advertisement
আরও পড়ুন