Ravi Shastri

India vs West Indies 2022: সূর্যকে দিয়ে কেন ওপেন করানো হচ্ছে, ক্ষুব্ধ রবি শাস্ত্রী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছেন সূর্যকুমার যাদব। সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন শাস্ত্রীর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৯:৩৫
রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রী। ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছেন সূর্যকুমার যাদব। মাঝের সারির এক ব্যাটারকে হঠাৎ ওপেন করতে দেখে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ থেকে ক্রিকেটপ্রেমীরা। তাঁদের দাবি, দলে ঈশান কিশনের মতো ওপেনার থাকা সত্ত্বেও কেন সূর্যকে দিয়ে ওপেন করানো হচ্ছে। একই সুর রবি শাস্ত্রীর গলাতেও।

সূর্যকে ওপেন করানোয় ভারতের প্রাক্তন কোচ ক্ষুব্ধ। তাঁর মতে, সূর্যকে তাঁর নিজের পজিশনেই ব্যাট করতে দেওয়া হোক। সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর তিনি বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সূর্যর থাকা এক প্রকার নিশ্চিত। বিশ্বকাপে ও যেখানে ব্যাট করবে, সেখানেই এখন থেকে ব্যাট করানো হোক।”

Advertisement

এমনিতে সূর্যকুমার সীমিত ওভারের ক্রিকেটে চারে ব্যাটিং করতে নামেন। ওপেন করতে নেমে মোটেই সুবিধে করতে পারেননি। প্রথম ম্যাচে ২৪ করার পর দ্বিতীয় ম্যাচে ১১ রানে আউট হয়েছেন। সে জায়গায় আইপিএলে ছন্দে থাকা ঈশানকে নামালে অনেকেই মনে করছেন শুরুটা আরও ভাল হত। মুম্বই ইন্ডিয়ান্সে একসঙ্গে খেলার সুবাদে দু’জনের বোঝাপড়াও ভাল। এখন দেখার, বাকি টি-টোয়েন্টিগুলিতে ঈশান সুযোগ পান কি না।

আরও পড়ুন
Advertisement