Table Tennis

CWG 2022: কমনওয়েলথ গেমসে আরও একটি সোনা, এ বার টেবিল টেনিসে সাফল্য ভারতের

ভারত গ্রুপ পর্বে জেতে বার্বাডোজ, সিঙ্গাপুর এবং উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তিনটি ম্যাচেই ভারত জিতেছিল ৩-০ ব্যবধানে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ২০:১৭

ছবি: রয়টার্স

এ বার সোনা টেবিল টেনিসে। কমনওয়েলথ গেমসে পঞ্চম সোনা পেল ভারত। মঙ্গলবার সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতল ভারতের ছেলেদের টেবিল টেনিস দল। গত বারও সোনা জিতেছিল ভারত।

ছেলেদের ডাবলসে ৩-০ জিতে নেন হরমীত দেসাই এবং জি সাথিয়ান। তাঁরা দাঁড়াতেই দেননি সিঙ্গাপুরের প্রতিযোগীদের। পরের সিঙ্গলসে যদিও হেরে যান শরৎ কমল। তিনি ১-৩ ব্যবধানে হেরে যান। কিন্তু সেই হার বড় হতে দেননি সাথিয়ান। তিনি সিঙ্গলস জিতে নেন ৩-১ ব্যবধানে। চতুর্থ ম্যাচে হরমীত জেতেন ৩-০ ব্যবধানে।

Advertisement

ভারত গ্রুপ পর্বে হারায় বার্বাডোজ, সিঙ্গাপুর এবং উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তিনটি ম্যাচেই ভারত জেতে ৩-০ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে ভারত হারায় বাংলাদেশকে। সেমিফাইনালে ৩-০ ব্যবধানে ভারত হারায় নাইজেরিয়াকে।

দলগত ভাবে জয়ের পর এ বার সিঙ্গলস এবং ডাবলসেও পদকের আশা থাকবে ভারত। সেখানেও শরৎরা নামবেন পদক জয়ের লক্ষ্যেই।

আরও পড়ুন
Advertisement