তাসকিন আহমেদকে ঘিরে উচ্ছ্বাস বাংলাদেশের ক্রিকেটারদের। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়।
এক দিনের সিরিজ়ে চুনকাম হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জয় নিশ্চিত করল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গল লিটন দাসের দল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবিয়ানদের ২৭ রানে হারালেন লিটনেরা। কম রানের পুঁজি নিয়েও দলকে জেতালেন বাংলাদেশের বোলারেরা। তবে বাংলাদেশ অধিনায়কের ফর্ম নিয়ে চিন্তা থেকেই গেল।
দল জিতলেও আবার ব্যাট হাতে ব্যর্থ লিটন। রভম্যান পাওয়েলের দলের বিরুদ্ধে ওপেন করতে নেমে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে করলেন ৩ রান। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও দলকে ফেলে দিলেন চাপে। রান পেলেন না অন্য ওপেনার সৌম্য সরকারও (১১)। ৫২ রানে ৫ উইকেট হারিয়ে এক সময় চাপে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের শেষ পর্যন্ত সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেননি বাংলাদেশের ক্রিকেটারেরা। দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন মেহেদি হাসান মিরাজ (২৬), জাকের আলি (২১) এবং শামিম হোসেনের (১৭ বলে অপরাজিত ৩৫) লড়াই। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ়ের সফলতম বোলার গুডাকেশ মোতি ২৫ রানে ২ উইকেট নিয়েছেন।
জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিংসটাউনের ২২ গজে সুবিধা করতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারেরাও। ১৮.৩ ওভারে ১০২ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস। পাওয়েলের দলের পক্ষে বলার মতো রান শুধু রোস্টন চেজ (৩২) এবং আকিল হোসেন (৩১)। ওয়েস্ট ইন্ডিজ়ের আর কোনও ব্যাটার ২২ গজে দাঁড়াতেই পারেননি।
এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের সিরিজ় জয় নিশ্চিত করলেন বোলারেরা। তাসকিন আহমেদ ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া রিশাদ হোসেন ১২ রানে ২ উইকেট, মেহেদি ২০ রানে ২ উইকেট এবং তানজ়িম শাকিব ২২ রানে ২ উইকেট নিয়েছেন। ২৩ রানে ১ উইকেট হাসান মেহমুদের।