WTC 2023-25

রোহিতদের হাতে আর দু’টি ম্যাচ, টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠতে কী করতে হবে ভারতকে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আর দু’টি টেস্ট বাকি ভারতের। ব্রিসবেনে ড্রয়ের পর টানা তিন বার ফাইনাল খেলার পথ আরও কঠিন হয়েছে রোহিতদের। তবে সম্ভাবনা একে বারে শেষ হয়ে যায়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ব্রিসবেন টেস্ট ড্র হওয়ায় আরও চাপ বেড়েছে ভারতীয় দলের উপর। টানা তিন বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ নাও পেতে পারেন রোহিত শর্মারা। বাকি দু’টি টেস্টই অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে হবে ভারতকে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ কঠিন।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ড্র হওয়ায় ভারতের টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলার সম্ভাবনা টিকে রইল। প্যাট কামিন্সদের পরের দু’টি টেস্টে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ় জিততে পারলে রোহিতদের ফাইনাল খেলা নিশ্চিত। সে ক্ষেত্রে ভারতের পয়েন্ট শতাংশ হবে ৬০.৫। শ্রীলঙ্কা সফরে গিয়ে অস্ট্রেলিয়া দু’টি টেস্ট জিতলেও ভারতকে টপকাতে পারবে না। তবে অস্ট্রেলিয়ার মাটিতে পর পর দু’টি টেস্ট জেতা সহজ নয়। বিশেষ করে রোহিত, বিরাট কোহলি, ঋষভ পন্থদের ফর্ম তেমন আশাবাদীও করছে না।

পরের দু’টি টেস্টের একটি ভারত জিতলে এবং অন্যটি হারলে সিরিজ় শেষ হবে ২-২ ফলে। সে ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন হবে ভারতের জন্য। ফাইনাল খেলার আশা সম্পূর্ণ শেষ না-হলেও রোহিতদের তাকিয়ে থাকতে হবে অন্য সিরিজ়গুলির ফলের দিকে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় ২-২ ফলে শেষ হলে শ্রীলঙ্কা সফরে গিয়ে কোনও ম্যাচ জেতা চলবে না কামিন্সদের। তা হলেই আশা শেষ হয়ে যাবে ভারতের। শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে সিরিজ় জিতলে টেস্ট বিশ্বকাপ ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া। ফাইনাল খেলবে ভারত। কারণ সে ক্ষেত্রে ভারতের পয়েন্ট শতাংশ হবে ৫৫.২৬। অন্য দিকে, অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ হবে ৫৩.৫।

আরও একটি সম্ভাবনা রয়েছে ভারতীয় দলের সামনে। বর্ডার-গাওস্কর ট্রফি ২-২ ফলে শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ঘরের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ় হারলেও ফাইনালে ভারতের জায়গা নিশ্চিত হয়ে যাবে। সে ক্ষেত্রে ভারতের পয়েন্ট শতাংশ ৫৫.২৬ হবে এবং দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ হবে ৫২.৫৭। আবার শ্রীলঙ্কায় একটি টেস্ট অস্ট্রেলিয়া ড্র রাখলেই দৌড় থেকে ছিটকে যাবে দক্ষিণ আফ্রিকা।

সব মিলিয়ে পরিস্থিতি বেশ কঠিন রোহিতদের জন্য। ফাইনাল খেলার সবচেয়ে সহজ পথ অস্ট্রেলিয়ার মাটিতে বাকি দু’টি টেস্ট জেতা। সিরিজ়ের ফল ২-২ হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ়ের ফলের দিকে। বর্ডার-গাওস্কর ট্রফি হারলে আর কোনও সুযোগ থাকবে না রোহিতদের সামনে।

Advertisement
আরও পড়ুন