Pakistan Cricket

পাক ক্রিকেটে নতুন বিতর্ক, বিশ্বকাপের সময় ব্যাট ‘চুরি’-র অভিযোগ বাবরের সতীর্থের বিরুদ্ধে

গত বছর জুন মাসে আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে একটি দোকান থেকে তিনটি ব্যাট কিনেছিলেন পাকিস্তানের এক ক্রিকেটার। অভিযোগ ন’মাস পরও ব্যাটগুলির দাম মেটাননি তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৬:৪৭
picture of Babar Azam

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

পাকিস্তানের ক্রিকেটে নতুন অস্বস্তি। জাতীয় দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে ব্যাট চুরির অভিযোগ উঠল। পাকিস্তানের এক সাংবাদিক সমাজমাধ্যমের পোস্ট থেকে বিষয়টি জানা গিয়েছে। অভিযোগ, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আমেরিকার একটি দোকান থেকে তিনটি ব্যাট নিয়ে চলে আসেন তিনি।

Advertisement

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আমেরিকায় খেলতে গিয়েছিল পাকিস্তান। সে সময় নিউ জার্সিতে খেলাধুলোর সরঞ্জামের একটি দোকানে যান বাবরের এক সতীর্থ। ইংলিশ উইলোর তৈরি তিন ব্যাট অর্ডার দেন সেই ক্রিকেটার। সেই মতো পাকিস্তানের টিম হোটেলে সংশ্লিষ্ট ক্রিকেটারের কাছে তিনটি ব্যাট পৌঁছে দেন দোকানদার। সেই ক্রিকেটার ব্যাট হাতে পাওয়ার পর দোকানদারকে জানান পরে দাম দিয়ে দেবেন। কিন্তু তার পর থেকে পাকিস্তানের অভিযুক্ত ক্রিকেটার আমেরিকার সেই দোকানদারের ফোন ধরছেন না। তিনটি ব্যাটের জন্য এক পয়সাও দেননি সেই দোকানদারকে।

পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ওয়াহিদ খান সমাজমাধ্যমে এই খবর দেওয়ার পর তৈরি হয়েছে চাঞ্চল্য। তিনি যদিও অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। ঘটনাটিকে দুঃখজনক বলেছেন তিনি। একই সঙ্গে আশাপ্রকাশ করেছেন, পাক ক্রিকেটার দ্রুত নিউ জার্সির অভিযোগকারী দোকানদারকে তিনটি ব্যাটের দাম মিটিয়ে দেবেন।

ওয়াহিদের পোস্ট দ্রুত ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ক্রিকেটপ্রেমীদের একাংশ পাকিস্তানের ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযুক্ত ক্রিকেটারকে অনেকে প্রতারক বলেছেন। কেউ কেউ চোর বলে অভিহিত করেছেন। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটে তৈরি হয়েছে নতুন অস্বস্তি এবং বিতর্ক।

Advertisement
আরও পড়ুন