David Warner

UAE T20 League: অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ছিনিয়ে আনতে বিরাট অঙ্কের টোপ দিচ্ছে আমিরশাহি

ডেভিড ওয়ার্নার ইতিমধ্যেই আমিরশাহির লিগে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। সেই পথে হাঁটতে পারেন আরও অনেকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ০০:০৮
টোপ ওয়ার্নারদের।

টোপ ওয়ার্নারদের। ফাইল ছবি

দেশের বিগ ব্যাশ লিগ ছেড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আগ্রহী হয়ে পড়েছেন আমিরশাহির ঘরোয়া টি-টোয়েন্টি লিগ (আইএলটি২০) খেলতে। সুযোগ বুঝে তাঁদের টোপ দেখাতে শুরু করলেন আমিরশাহি লিগের আয়োজকরা। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের খবর, সে দেশের সেরা ১৫ জন ক্রিকেটারকে মোটা অঙ্কের টোপ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার আশঙ্কা, অনেকেই বিগ ব্যাশ লিগে না খেলে আমিরশাহি লিগে খেলতে পারেন।

বিগ ব্যাশ লিগ ১৩ ডিসেম্বর থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্য দিকে, আইএলটি২০ খেলতে পরের বছর ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হবে। বিগ ব্যাশে খেললে আমিরশাহির প্রতিযোগিতায় অংশ নেওয়ার কোনও সুযোগ নেই অজি ক্রিকেটারদের কাছে। এ অবস্থায়, টাকার লোভে অনেকেই বিগ ব্যাশে খেলতে অস্বীকার করতে পারেন। তাঁদের মধ্যেই একজন ডেভিড ওয়ার্নার, যিনি প্রকাশ্যেই আমিরশাহির লিগে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন।

Advertisement

অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের খবর, বিগ ব্যাশ ছেড়ে আমিরশাহিতে খেলার জন্য ১৫ জন ক্রিকেটারকে ৭ লক্ষ অস্ট্রেলীয় ডলার (ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৮৩ লক্ষ টাকা) দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় চুক্তি অনুসারে বিগ ব্যাশে খেলতে বাধ্য নন কোনও অস্ট্রেলীয় ক্রিকেটার।

এখনও পর্যন্ত বিগ ব্যাশে সর্বোচ্চ দাম পেয়েছেন ডার্সি শর্ট (২ লক্ষ ৫৮ হাজার অস্ট্রেলীয় ডলার)। এর থেকে বেশি টাকা আইপিএলে পান অজি ক্রিকেটাররা। আইপিএলের মালিকরাই আমিরশাহি লিগে বিভিন্ন দলের মালিক। ফলে অনেকেই মনে করছেন, বিগ ব্যাশে ক্রিকেটারদের ধরে রাখতে টাকার অঙ্ক আরও বাড়াতে হবে। না হলে ভবিষ্যতে অনেক ওয়ার্নারকেই হারাতে হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement