India vs Australia

অবসর ভেঙে ভারত সিরিজ়‌ে কি দেখা যাবে ওয়ার্নারকে? সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার কোচ

চলতি বছরের শুরুতে ঘরের মাঠ সিডনিতে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ভারত সিরিজ়ে অবসর ভেঙে ফেরার মন্তব্য করে জল্পনা তৈরি করেছেন। তার উত্তর দিলেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্র ম্যাকডোনাল্ড।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৭:৫৯
cricket

ডেভিড ওয়ার্নার। — ফাইল চিত্র।

চলতি বছরের শুরুর দিকে ঘরের মাঠ সিডনিতে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবু ভারত সিরিজ়ে তিনি অবসর ভেঙে ফেরার মন্তব্য করে জল্পনা তৈরি করেছেন। সেই মন্তব্যের উত্তর দিলেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্র ম্যাকডোনাল্ড।

Advertisement

এক সাক্ষাৎকারে ওয়ার্নারের মন্তব্যের উত্তর দিতে গিয়ে হেসে ফেলেছেন ম্যাকডোনাল্ড। তাঁর মতে, ওয়ার্নারকে দলে ফেরানোর প্রশ্নই ওঠে না। ম্যাকডোনাল্ড বলেছেন, “ওয়ার্নারের মন্তব্যে অনেকেই চমকে গিয়েছিল। আমরা জানি ডেভিড অবসর নিয়েছে। ওকে যথাযথ সম্মান দিয়ে বিদায় জানিয়েছি। দলে ফেরা নিয়ে ওর সঙ্গে আমার কোনও কথা হয়নি।” কিছু দিন আগে অধিনায়ক প্যাট কামিন্সও ওয়ার্নারের মন্তব্যকে হেসে উড়িয়ে দিয়েছিলেন।

ওয়ার্নারের অবসরের পর টেস্টে স্টিভ স্মিথকে দিয়ে ওপেন করানোর ভাবনাচিন্তা হয়েছিল। পরে ঠিক হয়, তাঁকে চার নম্বরেই খেলানো হবে। সেই সিদ্ধান্ত পক্ষে ম্যাকডোনাল্ডের যুক্তি, “নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের আগে ওপেনিং পজিশন নিয়ে ভাবনাচিন্তা করেছি। তবে ভারতের বিরুদ্ধে আমাদের সামনে কতটা কঠিন চ্যালেঞ্জ সেটা জানি। তাই স্মিথকে চার নম্বরে ফেরানোটাই সবচেয়ে ঠিক কাজ বলে মনে হয়েছে।”

আরও পড়ুন
Advertisement