Asia Cup 2022

নিশ্চিত হয়ে গেল এশিয়া কাপের সুপার ফোর, শেষ চারে রোহিত-বাবররা কবে কার সঙ্গে খেলবেন

শুক্রবার হংকংকে হারিয়ে শেষ দল হিসাবে সুপার ফোরে উঠল পাকিস্তান। সেখানে আবার ভারতের মুখোমুখি হবে তারা। এ ছাড়া কোন দল কার বিরুদ্ধে খেলবে? দেখে নিন পুরো সূচি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ২২:৪০
রোহিতদের খেলা কবে, কাদের বিরুদ্ধে।

রোহিতদের খেলা কবে, কাদের বিরুদ্ধে। ছবি পিটিআই

হংকংকে ১৫৫ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেল পাকিস্তান। শেষ দল হিসাবে সুপার ফোরের যোগ্যতা অর্জন করল তারা। ভারত, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা আগেই যোগ্যতা অর্জন করেছিল। হংকংকে হারিয়ে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলল বাবর আজমের দলও। শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে সুপার ফোরের খেলা। রবিবার মহারণে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান।

গত রবিবার পাকিস্তান এবং বুধবার হংকংকে হারিয়ে সুপার ফোরে উঠে গিয়েছে ভারত। সেখানে পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলতে হবে রোহিতদের। ৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের প্রথম ম্যাচে খেলবে ভারত। এর পর ৬ সেপ্টেম্বর মহম্মদ নবির আফগানিস্তানের বিরুদ্ধে নামবে তারা। ৮ সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

Advertisement

সুপার ফোরে সবার আগে নামছে শ্রীলঙ্কা। ৩ সেপ্টেম্বর শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা। প্রথম সাক্ষাতে আফগানিস্তানের কাছে হেরেছিল শ্রীলঙ্কা। দাসুন শনাকার দল এ বার প্রতিশোধ নিতে মরিয়া থাকবে। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের পর, সোমবার কোনও ম্যাচ নেই। মঙ্গলবার ভারত নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৭ সেপ্টেম্বর শারজায় আফগানিস্তান মুখোমুখি হবে পাকিস্তানের। পর দিন আবার নামবে আফগানিস্তান। এ বার দুবাইয়ে তারা খেলবে ভারতের বিপক্ষে। ৯ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ খেলায় মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

Advertisement
আরও পড়ুন