India VS Pakistan

রবিবার আবার ভারত-পাকিস্তান, হংকংকে ১৫৫ রানে গুঁড়িয়ে শেষ চারে উঠে রোহিতদের সামনে বাবররা

ব্যাট করতে নেমে হংকংয়ের বোলারদের উপর দাপট দেখালেন পাকিস্তানের ব্যাটাররা। দুরন্ত খেললেন মহম্মদ রিজওয়ান এবং ফখর জমান। বোলিংয়েও দাপট পাকিস্তানের। দুরন্ত বোলিং নওয়াজের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ২২:২৪
রবিবার বাবর আজমরা আবার খেলবেন রোহিতদের বিরুদ্ধে।

রবিবার বাবর আজমরা আবার খেলবেন রোহিতদের বিরুদ্ধে। ছবি টুইটার

হংকংয়ে ১৫৫ রানে গুঁড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে লড়াই করলেও পাকিস্তানের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ হংকংয়ের। কোনও ব্যাটারই লড়তে পারলেন না। প্রথমে ব্যাট করে দু’উইকেটে ১৯৩ তোলে পাকিস্তান। জবাবে হংকং শেষ হয়ে গেল ৩৮ রানে।

টসে জিতে ভারতের মতোই পাকিস্তানকেও আগে ব্যাট করতে পাঠান হংকংয়ের অধিনায়ক নিজাকত খান। সে কাজে প্রথম দিকে সফলও হন তাঁরা। নয় রানের মাথায় এহসান খানের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান বাবর আজম। ভারতের পর হংকংয়ের বিরুদ্ধেও ব্যর্থ হলেন তিনি। তবে প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি পাকিস্তান। দ্বিতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়েন মহম্মদ রিজওয়ান এবং ফখর জমান। দু’জনেই হংকংয়ের বোলারদের উপর চড়াও হন।

Advertisement

অর্ধশতরান করে ফিরে যান ফখর। এহসানের বলে তিনি ক্যাচ দেন আইজাজ খানের হাতে। চার নম্বরে নামেন খুশদিল শাহ। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন তিনি। পাঁচটি ছয়ের সাহায্যে ১৫ বলে ৩৫ করে অপরাজিত থাকেন। রিজওয়ান অপরাজিত থাকেন ৫৭ বলে ৭৮ করে।

বিপুল রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে হংকংয়ের ইনিংস। ১৬ রানে তারা প্রথম উইকেট হারায়। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। হংকংয়ের কোনও ব্যাটারই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করলেন বাঁ হাতি স্পিনার শাদাব খান। ২.৪ ওভার বল করে আট রানে চার উইকেট নিলেন তিনি। দু’ওভার বল করে পাঁচ রানে তিন উইকেট নিয়েছেন মহম্মদ নওয়াজ। সাত রানে দুই উইকেট নাসিম শাহের।

টি-টোয়েন্টি ফরম্যাটে যে ক’টি এশিয়া কাপ হয়েছে, সেখানে এটাই সর্বনিম্ন স্কোর। এ ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে কোনও দলের এটাই সবচেয়ে কম রান।

Advertisement
আরও পড়ুন