Indian Cricket team

এখনও এশিয়া কাপে টিকে রোহিতরা, ভারতের ভাগ্য পাকিস্তানের হাতে, বাবরদের দিকে তাকিয়ে দেশ

শ্রীলঙ্কার কাছে হারলেও এশিয়া কাপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি ভারতের। সম্ভাবনা ক্ষীণ হলেও অঙ্কের হিসাবে রোহিতরা পৌঁছে যেতেই পারেন প্রতিযোগিতার ফাইনালে। কী ভাবে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ২৩:৪৭
শ্রীলঙ্কার কাছে হেরেও আশায় রোহিতরা।

শ্রীলঙ্কার কাছে হেরেও আশায় রোহিতরা। ছবি: পিটিআই

পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথ কঠিন করে ফেলল ভারত। বৃহস্পতিবার শুধু আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই হবে না। অন্য ম্যাচগুলির ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের।

মঙ্গলবারের পর চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহ দুই পয়েন্ট। ভারত এবং আফগানিস্তানের ঝুলিতে কোনও পয়েন্ট নেই। এই অবস্থা থেকেও ফাইনালে উঠতে পারে ভারত। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে তাদের শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে হারতে হবে আফগানিস্তানের কাছেও। তা হলেই এক মাত্র রোহিতদের কপালে শিকে ছিঁড়তে পারে।

Advertisement

পাকিস্তান বাকি দু’টি ম্যাচ হারলে, আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জিতলে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত— তিন দলের পয়েন্টই হবে দুই। তখন দেখা হবে নেট রান রেট। আফগানিস্তানের মতোই ভারতের সংগ্রহে পয়েন্ট না থাকলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে ভারত। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালে সেই ব্যবধান আরও বাড়বে। অন্য দিকে, পাকিস্তান বাকি দু’টি ম্যাচই হারলে বাবর আজমদের নেট রান রেট খারাপ হবে। এক মাত্র তখনই নেট রান রেটের বিচারে ফাইনাল খেলার ছাড়পত্র পাবেন রোহিতরা।

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর পয়েন্ট তালিকা।

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর পয়েন্ট তালিকা। গ্রাফিক: শৌভিক দেবনাথ

বুধবার বাবর আজমরা আফগানিস্তানকে হারিয়ে দিলেই ছিটকে যাবে ভারত। জলে যাবে এশিয়া কাপ জয়ের হ্যাটট্রিকের সুযোগ।

Advertisement
আরও পড়ুন