Mosaddek Hossain

নিজে সব থেকে বেশি রান করে সতীর্থ ব্যাটারদের দুষলেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক

আফগানিস্তানের কাছে হেরে ক্ষুব্ধ বাংলাদেশের ব্যাটার মোসাদ্দেক হোসেন। দলের হয়ে সব থেকে বেশি ৪৮ রান করেছেন তিনি। তাঁরা আর ১৫ রান করতে পারলে খেলাটা অন্য রকম হত বলে মনে করেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৪:২৪
আফগানিস্তানের বিরুদ্ধে ৪৮ রান করেছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন।

আফগানিস্তানের বিরুদ্ধে ৪৮ রান করেছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন। ছবি: পিটিআই

বাংলাদেশের হয়ে সব থেকে বেশি রান করেছেন মোসাদ্দেক হোসেন। তাঁর ৪৮ রানের দৌলতে প্রথমে ব্যাট করে ১২৭ রান করেছিল বাংলাদেশ। কিন্তু তার পরেও হারতে হয়েছে। নিজে রান করলেও ম্যাচ হারায় আক্ষেপ যাচ্ছে না মোসাদ্দেকের। দলের বাকি ব্যাটারদের দুষছেন তিনি। মোসাদ্দেকের মতে, আর ১৫ রান করতে পারলে খেলাটা অন্য রকম হত।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে মোসাদ্দেক বলেন, ‘‘টি-টোয়েন্টি ম্যাচে শুরুতে উইকেট পড়ে গেলে খুব সমস্যা হয়। সেটাই হল। আমরা যদি ১৪০ রান করতে পারতাম তা হলে খেলাটা অন্য রকম হত। আমরা খুব খারাপ খেলিনি। কিন্তু আরও ১৫ রান করলে ওরা চাপে থাকত।’’

Advertisement

আফগানিস্তানের কাছে হারায় শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ শাকিবদের। জিততেই হবে। সেই ম্যাচের প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘‘পরের ম্যাচটা আমাদের জিততেই হবে। আমরা দল হিসাবে খেলার চেষ্টা করব। ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে।’’

আফগানিস্তানের কাছে হতাশা প্রকাশ করেছেন শাকিবও। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘‘প্রথম সাত-আট ওভারে চার উইকেট পড়ে গেলে পরিস্থিতি কঠিন হয়ে যায়। তা-ও আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে। ১৪-১৫ ওভার পর্যন্ত লড়াইয়ে ছিলাম আমরা। আফগানিস্তানকে কৃতিত্ব দিতে হবে। ওরা সত্যিই ভাল ক্রিকেট খেলেছে। জানতাম নাজিবুল্লাহ বিপজ্জনক হতে পারে। উইকেট কিন্তু খারাপ ছিল না। মনে হয়েছিল এই উইকেটে আমরা ভালই করব। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারলাম না।’’

Advertisement
আরও পড়ুন