শারজায় স্কটল্যান্ডকে ১৩০ রানে হারিয়ে দেন রশিদ খানরা। —ফাইল চিত্র
টি২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়। আফগানিস্তানের ক্রিকেটারদের প্রশংসা করল বোর্ড। তালিবান সরকার ইতিমধ্যেই আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে। কাবুলের রাস্তায় যদিও আগের মতো জয়ের উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল না।
শারজায় স্কটল্যান্ডকে ১৩০ রানে হারিয়ে দেন রশিদ খানরা। তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর এটাই সব চেয়ে বড় জয় তাঁদের। তালিবরা আগেই জানিয়েছিল, ছেলেদের ক্রিকেট নিয়ে আপত্তি নেই তাঁদের। আফগান মেয়েরা যদিও খেলতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছেন তালিবরা। তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট করে লেখেন, ‘আফগান দলের সকলকে এবং সমস্ত আফগানদের স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন। দারুণ খেলেছ তোমরা। আগামী দিনে জয়ের আশা করব।’
শারজার মাঠে রশিদদের জন্য প্রচুর সমর্থক এসেছিলেন। তালিবান সরকারের মন্ত্রী আনাস হক্কানি টুইট করে লেখেন, ‘আফগানিস্তান জিতে গিয়েছে।’ তালিব নেতারা শুভেচ্ছা জানালেও আফগানিস্তানে জয়ের আনন্দের ছবি চোখে পড়েনি। রাস্তা ছিল সুনসান, নিশ্চুপ।