মহারাষ্ট্রের ঠাণের এক আদালতে বিচারককে লক্ষ্য করে জুতো ছুড়ে মারার অভিযোগ। — প্রতীকী চিত্র।
খুনের মামলার শুনানি চলছিল মহারাষ্ট্রের ঠাণের এক আদালতে। শুনানির একটি পর্যায়ে বিচারকের দিকে জুতো ছুড়ে মারলেন অভিযুক্ত। যদিও তা বিচারকের গায়ে লাগেনি। বিচারকের ডেস্কের সামনের দিকের অংশে গিয়ে লাগে সেটি। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। সোমবার সকালে পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে।
অভিযুক্তের নাম কিরণসন্তোষ ভরম। বছর বাইশের ওই তরুণের বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু হয়েছে। ঠাণের কল্যাণে জেলা আদালতে পেশ করা হয়েছিল অভিযুক্তকে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জেলা এবং অতিরিক্ত দায়রা বিচারক আর জি ওয়াঘমারের এজলাসে ওই খুনের মামলার শুনানি চলছিল। শনিবারের শুনানির সময়ে অভিযুক্ত মামলাটি অন্য কোনও আদালতে পাঠানোর জন্য অনুরোধ করেন বিচারককে। বিচারক তাঁকে পরামর্শ দেন আইনজীবী মারফত এ বিষয়ে আদালতে আবেদন জমা করার জন্য।
অভিযুক্তের আইনজীবী হিসাবে এজলাসে কে উপস্থিত রয়েছেন, তা-ও জানতে চান বিচারক। কিন্তু শনিবার অভিযুক্তের আইনজীবী আদালতে ছিলেন না। তাই অভিযুক্তকে তাঁর মামলা লড়ার জন্য অন্য কোনও আইনজীবীকে বেছে নেওয়ার কথা বলেন বিচারক। মামলাটির শুনানির জন্য পরবর্তী দিনও জানিয়ে দেন তিনি। পিটিআই অনুসারে, ঠিক সেই সময়েই এজলাসের সকলকে স্তম্ভিত করে দিয়ে অভিযুক্ত নিজের জুতো খুলে বিচারকের দিকে ছুড়ে মারেন। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং বিচারকের ডেস্কে ধাক্কা খেয়ে নীচে পড়ে যায়।
বিচারকের দিকে জুতো ছোড়ার ঘটনায় খুনের মামলায় অভিযুক্তের বিরুদ্ধে নতুন করে মামলা করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১৩২ ধারায় সরকারি কর্মীকে কর্তব্যে বাধা দেওয়ার চেষ্টায় অপরাধমূলক কাজ এবং ১২৫ ধারায় অন্যের জীবন বিপন্ন করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে।