Mohammed Shami

T20 World Cup 2021: মহম্মদ শামির পাশে দাঁড়িয়ে শক্তিশালী বার্তা দিল সৌরভের বোর্ড

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মঙ্গলবার একটি টুইট করা হয়। সেখানে দেখা যাচ্ছে শামির সঙ্গে হাত মেলাচ্ছেন বিরাট কোহলী।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ২০:১৮
শামির পাশে বোর্ড।

শামির পাশে বোর্ড। —ফাইল চিত্র

মহম্মদ শামির বিরুদ্ধে ‘দেশদ্রোহীতার’ অভিযোগ উঠেছে। ভারতীয় জোরে বোলারের পাশে দাঁড়িয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। এমন অবস্থায় শামির পাশে দাঁড়িয়ে ‘শক্তিশালী’ বার্তা দিল বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মঙ্গলবার একটি টুইট করা হয়। সেখানে দেখা যাচ্ছে শামির সঙ্গে হাত মেলাচ্ছেন বিরাট কোহলী। ছবির উপরে লেখা, ‘গর্বিত। শক্তিশালী। উপরে উঠছি এবং এগিয়ে যাচ্ছি।’ ভারতীয় বোর্ড যে শামির পাশে রয়েছে তা বুঝিয়ে দেওয়ার জন্যই এমন পোস্ট বলে মনে করছেন অনেকে।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারে ভারত। সেই হারের দায় যেন একা শামির। এমন ভাবেই তাঁকে আক্রমণ শুরু হয়। শামি যদিও পাশে পেয়েছেন মহম্মদ রিজওয়ান, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগদের। শামির পাশে দাঁড়িয়েছেন রাহুল গাঁধীও।

Advertisement

পাকিস্তান ম্যাচের পরে বিরাট কোহালি স্বীকার করেন, বাবর আজমরা তাঁদের সব বিভাগেই পুরোপুরি টেক্কা দিয়ে জিতেছেন। তার পরে একা শামিকে ভক্তদের একাংশের নিশানা করা নিয়ে অনেকেই পাল্টা প্রতিবাদ করেছেন। এ বার ভারতীয় ক্রিকেট বোর্ডও পাশে দাঁড়াল শামির।

Advertisement
আরও পড়ুন