সানরাইজার্স হায়দরাবাদের নায়ক অভিষেক শর্মা। ছবি: রয়টার্স।
শনিবার আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলে সকলকে তাক লাগিয়ে দিলেন সানরাইজার্স হায়দরাবাদের নায়ক অভিষেক শর্মা। ৫৫ বলে ১৪১ রান করার পরেও জানালেন ম্যাচ জেতার নেপথ্যে রয়েছে তাঁর বাবা-মায়ের বিশেষ ভূমিকা। গোটা দল তাঁর বাবা-মায়ের জন্য অপেক্ষা করছিল।
ম্যাচ শেষে অভিষেক বলেন, “আমার বাবা-মা এই দলের জন্য খুব পয়া। শুধু আমি নয়, এই কথা আমার পুরো দল বিশ্বাস করে। তাই আমরা সকলেই আমার বাবা-মায়ের জন্য অপেক্ষায় ছিলাম। টানা চারটে ম্যাচ আমরা হেরেছি। এই পরিস্থিতি থেকে আমরা সকলেই বেরনোর চেষ্টা করছিলাম। তা-ই এই ম্যাচের আগে আমরা সবাই আমার বাবা-মায়ের জন্য অপেক্ষা করছিলাম।”
ঝোড়ো ইংনিস খেলে অভিষেক বলেন, “এ রকম ইনিংস খেলা সহজ নয়। আমি আলাদা করে আমার দল এবং অধিনায়কের কথা বলব। আগের ম্যাচগুলোতে আমার ব্যাট থেকে খুব একটা রান আসেনি। আমি ভাল খেলতে পারিনি। তবুও আমার দল আমার উপর ভরসা রেখেছিল। আমরা পর পর হারলেও দলের পরিবেশ বরাবরই ভাল ছিল। অধিনায়ক প্যাট কামিন্স সকলকে স্বাভাবিক থাকার পরারমর্শ দিয়েছিল। আজকের ইংনিস নিয়ে আমার ট্রেভিস হেডের সঙ্গে কথা হয়েছিল। আমাদের দু’জনের কাছেই আজকের দিনটা খুবই বিশেষ।”
অভিষেক আরও বলেন, “আমি এর আগে কখনও উইকেটের পিছন দিকে শট মারিনি। কিন্তু আজ আমি সেটাই চেষ্টা করেছিলাম। মাঠের আকার এবং উইকেটের বাউন্সটা কাজে লাগানোর চেষ্টা করেছিলাম। যার ফলে আমি উইকেটের পিছন দিকে বেশি মারছিলাম। সাধারণত আমি উইকেটের পিছনে খুব একটা মারি না।”
অভিষেক আলাদা করে তাঁর মেন্টর যুবরাজ সিংহের কথা উল্লেখ করেন। এক সময় যুবরাজের অ্যাকাডেমিতে অনুশীলন করতেন অভিষেক। তিনি বলেন, “আমার পাজির সঙ্গে প্রতিদিন কথা হয়। তিনি আমায় অনেক পরামর্শ দেন। আমি সূর্যকুমার যাদবকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই। ওঁর সঙ্গেও আমার নিয়মিত কথা হয়।”
এই ম্যাচের আগে পয়েন্ট তালিকায় সবার শেষে ছিল হায়দরাবাদ। পঞ্জাবের বিরুদ্ধে জিতে অষ্টম স্থানে পৌঁছল তারা। ছ’টি ম্যাচ জিতে ৪ পয়েন্টে রয়েছে হায়দরাবাদ।