রোহিত শর্মার কাছে বিনা বাধায় পৌঁছে যান এক ভক্ত। ছবি: এক্স (টুইটার)।
নিরাপত্তার ফাঁক গলে ক্রিকেট মাঠে দর্শকদের ঢুকে যাওয়া নতুন কোনও ঘটনায় নয়। বিশ্বকাপের মতো প্রতিযোগিতাতেও এমন ঘটনা দেখা গিয়েছে। রঞ্জি ট্রফির ম্যাচেও তেমনই ঘটনা ঘটল। রোহিত শর্মার কাছে যেতে নিরাপত্তা এড়িয়ে মাঠে ঢুকে পড়লেন এক সমর্থক। স্বাভাবিক ভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনাটি শনিবারের। মুম্বইয়ের শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মুম্বই এবং জম্মু-কাশ্মীরের ম্যাচে এই ঘটনা ঘটেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্মে ফেরার জন্য রঞ্জি ট্রফির ম্যাচ খেলছেন রোহিত। মুম্বইয়ের হয়ে ন’বছর পর খেলতে নেমেছেন ভারতীয় দলের অধিনায়ক। মুম্বই ফিল্ডিং করার সময় নিরাপত্তা এড়িয়ে মাঠে ঢুকে পড়েন এক যুবক। তিনি সোজা ছুটে যান মিড অনে ফিল্ডিং করা রোহিতের দিকে।
যুবককে মাঠে ঢুকতে দেখে ছুটে যান নিরাপত্তা কর্মীরাও। তাঁরা ধরার আগেই রোহিতের কাছে পৌঁছে যান সেই যুবক। তবে বড় সমস্যা কিছু হয়নি। সেই যুবকের সঙ্গে করমর্দন করেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক নিরাপত্তা কর্মীদের অনুরোধ করেন, যুবককে ভাল ভাবে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু রোহিত নন। মাঠে ছিলেন অজিঙ্ক রাহানে, শ্রেয়স আয়ার, যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটারেরাও। রানের খোঁজে রঞ্জি ট্রফি খেলতে নামা রোহিত অবশ্য দু’ইনিংসেই ব্যর্থ হয়েছেন। মুম্বইও হেরে গিয়েছে জম্মু-কাশ্মীরের কাছে।