Ranji Trophy 2024

টালমাটাল দিল্লি, পুদুচেরির কাছে হার সাত বারের রঞ্জিজয়ীদের, ছাঁটাই বিশ্বকাপজয়ী অধিনায়ক

৯ উইকেটে দাপটের সঙ্গে জিতেছে পুদুচেরি। সাত বারের রঞ্জিজয়ী দিল্লির কাছে এই হার হজম করা বেশ কঠিন। সেই হারের পরেই চাকরি গেল অধিনায়কের। ২১ বছর বয়সি তরুণ অধিনায়ক যশ ঢুলকে নেতৃত্ব থেকে বরখাস্ত করল দিল্লি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ১০:২৩
Ranji Trophy

রঞ্জি ট্রফি। —ফাইল চিত্র।

ঘরের মাঠে পুদুচেরির বিরুদ্ধে রঞ্জিতে হারল দিল্লি। সেই হার ছিল এক পেশে। ৯ উইকেটে দাপটের সঙ্গে জিতেছে পুদুচেরি। সাত বারের রঞ্জিজয়ী দিল্লির কাছে এই হার হজম করা বেশ কঠিন। সেই হারের পরেই চাকরি গেল অধিনায়কের। ২১ বছর বয়সি তরুণ অধিনায়ক যশ ঢুলকে নেতৃত্ব থেকে বরখাস্ত করল দিল্লি।

Advertisement

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন যশ। দেশকে বিশ্বকাপও জিতিয়েছেন। ২১ বছর বয়সের সেই যশের উপরেই ভরসা করেছিল দিল্লি। অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জির প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি হয়েছিল পুদুচেরি। সেই ম্যাচে দিল্লিকে নাস্তানাবুদ করে দেন পুদুচেরির পেসারেরা। যশদের ব্যাটিংয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে, দুই ইনিংসের কোনওটিতেই ১৫০ রানের গণ্ডি পার করতে পারেননি।

যশকে নেতৃত্ব থেকে সরিয়ে তাঁকে ব্যাটিংয়ে মনোযোগ দিতে বলা হয়েছে। দিল্লি ক্রিকেট সংস্থার যুগ্মসচিব রজন মাচান্দা বলেন, “যশ খুব ভাল ব্যাটার। কিন্তু এখন ফর্মে নেই। আমরা চাই ও ভাল করে ব্যাট করুক। সেই কারণেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে যশকে। হিম্মত সিংহ অভিজ্ঞ ক্রিকেটার। দিল্লির হয়ে ভাল খেলেছে। রঞ্জির বাকি ম্যাচে হিম্মতই অধিনায়ক।”

২০২২ সালে যশকে প্রথম বার অধিনায়ক করেছিল দিল্লি। সেই সিদ্ধান্ত নিয়ে চোখ কপালে তুলেছিলেন অনেকেই। এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছেন তিনি দিল্লির হয়ে। করেছেন ১১৮৫ রান। গড় ৪৩.৮৮। রঞ্জিতে ইতিমধ্যেই চারটি শতরান করে ফেলেছেন যশ। ২০০ রানের অপরাজিত ইনিংসও খেলেছেন তিনি। তবে এখন ফর্মে নেই যশ। সাদা বলের ক্রিকেটেও রান পাননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement