Christmas Home Decoration

বড়দিনে ঘর সাজাবেন? বো থেকে ফল, নানা জিনিস দিয়ে সাজিয়ে ফেলা যায় অন্দরমহল

বড়দিনে অন্দরসজ্জা হোক একটু অন্য রকম। চিরাচরিত ক্রিসমাস ট্রির সঙ্গে আর কী ভাবে সাজাবেন ঘরের আনাচ-কানাচ?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:১৫
বড়দিনে কী ভাবে সাজাবেন অন্দরমহল?

বড়দিনে কী ভাবে সাজাবেন অন্দরমহল? ছবি: সংগৃহীত।

কলকাতায় বড়দিনের উৎসব আর শুধু পার্ক স্ট্রিটের আলো দেখা, আর কেক খাওয়ায় আবদ্ধ নয়। ইন্টারনেটের যুগে ইউরোপ, আমেরিকার উৎসবের আয়োজন দেখে অনেকেই মোহিত। অনেকেই বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে ঘরোয়া পার্টির আয়োজনও করছেন। মেনুতে থাকছে বিদেশি সব খানাপিনা। এর সঙ্গে মানানসই অন্দরসজ্জা না হলে কি চলে! বাড়িতে ক্রিসমাস ট্রি অবশ্যই আসছে। তা ছাড়া আর কী ভাবে ঘর সাজাবেন?

Advertisement

বো: ছোট বড়, সাদা, রঙিন বিভিন্ন আকৃতির বো দিয়ে সাজিয়ে ফেলতে পারেন বাড়ির আনাচকানাচ। সাটিন, ভেলভেটের বড় আকারের বো দরজায় আটকে দিতে পারেন। খাবার টেবিলে কাপড়ের ন্যাপকিনেও জড়িয়ে দিতে পারেন রঙিন বো। যদি বড় বড় বাতি দিয়ে ঘর সাজান, তা হলে তার সঙ্গেও বো-এর যুগলবন্দি বেশ মানাবে।

বো থেকে সাজিয়ে নিন খাবার টেবিল থেকে দরজা।

বো থেকে সাজিয়ে নিন খাবার টেবিল থেকে দরজা। ছবি: ইনস্টাগ্রাম

রং: ক্রিসমাস ট্রি সবুজ দেখতেই সকলে অভ্যস্ত। সেই গাছে কি অন্য রঙের ছোঁয়া লাগতে পারে না? অন্দরসজ্জার ভাবনাও বদলাচ্ছে। চিরাচরিত লাল, সবুজ এবং সাদার বদলে প্যাস্টেল রং, গোলাপির ছোঁয়া রাখতে পারেন। ক্রিসমাস ট্রি সাজানোর জন্যও বেছে নিতে পারেন অন্য বিভিন্ন রঙের অলঙ্কার। বড় ক্রিসমাস ট্রি না রেখে, ছোট ছোট রঙিন গাছও টেবিল থেকে ঘরের আনাচকানাচে সাজিয়ে রাখতে পারেন।

বড়দিনের অন্দরসজ্জার রঙেও আনতে পারেন বৈচিত্র।

বড়দিনের অন্দরসজ্জার রঙেও আনতে পারেন বৈচিত্র। ছবি: ইনস্টাগ্রাম

গাছের বদলে আর কী? বড়়সড় ক্রিসমাস ট্রি বাদ দিলে রঙিন রিদ, রকমারি বাতি, সুগন্ধি মোমবাতিও রাখতে পারেন ঘরে। একসঙ্গে অনেকগুলি মোমবাতি সাজিয়ে রাখলে ভাল রাখবে। আবার ওয়াইন গ্লাস সাজিয়ে ফেলা যায় মুক্তো বা পুঁতির হার-সহ রকমারি অলঙ্কার দিয়ে।

ফুলের পাশাপাশি ফল দিয়ে সাজাতে পারেন খাবার টেবিল।

ফুলের পাশাপাশি ফল দিয়ে সাজাতে পারেন খাবার টেবিল। ছবি: ইনস্টাগ্রাম।

ফল: ঘর সাজাতে ফুলের ব্যবহার সকলেই জানেন। কিন্তু খাবার টেবিলে শুধু ফুল না রেখে যদি কয়েকটি ফল জুড়ে দেওয়া যায়? একটি সুদৃশ্য জুড়িতে ফুল সাজিয়ে তার সঙ্গে কমলালেবু, আপেল, স্ট্রবেরি সাজিয়ে দিতে পারেন। ফুলের সঙ্গে এমন ভাবে তা আটকে দিন, যাতে দেখলে মনে হয়, ফুল নয়, ফলও ধরেছে ঘরের কানাচে।

Advertisement
আরও পড়ুন