পুত্রের বলে ছক্কা হাঁকিয়েছিলেন ব্যাটার। গ্যালারিতে থাকা পিতা সেই ক্যাচ ধরে ফেললেন। অদ্ভুত এই ঘটনা দেখা গেল বিগ ব্যাশ লিগে।
২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের পর এই প্রথম এক দিনের দলে ডাক পেলেন কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে এক দিনের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল নিউ জ়িল্যান্ড।