Hima Das

নির্বাসন উঠল নভেম্বরে, অসমের দৌড়বিদ হিমা প্রতিযোগিতায় নামছেন আগে থেকেই!

এশিয়ান গেমসে সোনাজয়ী দৌড়বিদ এই বছর এপ্রিল থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে দিয়েছেন। বিতর্ক শুরু হলেও এই বিষয়ে কথা বলতে চাননি হিমা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৩
Hima Das

হিমা দাস। —ফাইল চিত্র।

এই বছর নভেম্বরে নির্বাসন উঠেছে হিমা দাসের। কিন্তু এশিয়ান গেমসে সোনাজয়ী দৌড়বিদ এই বছর এপ্রিল থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে দিয়েছেন। বিতর্ক শুরু হলেও এই বিষয়ে কথা বলতে চাননি হিমা।

Advertisement

ডোপ করার অপরাধে ২০২৩ সালের ২২ জুলাই থেকে নির্বাসিত ছিলেন হিমা। এই বছর ২১ নভেম্বর পর্যন্ত নির্বাসিত করা হয়েছিল তাঁকে। কিন্তু অসমের এই দৌড়বিদকে এপ্রিল থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় নামতে দেখা যায়। জুনে বেঙ্গালুরুতে গ্রাঁ প্রি এবং পাঁচকুলায় জাতীয় রাজ্যভিত্তিক মিটে নেমেছিলেন তিনি। জুনে চারটি প্রতিযোগিতায় নেমেছিলেন হিমা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে হিমার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু এই বিষয়ে কোনও কথাই বলতে চাননি আন্তর্জাতিক স্তরে পদকজয়ী দৌড়বিদ। ভারতের অ্যাথলেটিক্স সংস্থার (এএফআই) তরফে যদিও জানানো হয়েছে যে, হিমার নির্বাসন ছিল নভেম্বর পর্যন্ত। তা হলে তিনি কী করে জুন মাসে প্রতিযোগিতায় নামলেন তার কোনও উত্তর পাওয়া যাচ্ছে না। অ্যান্টি-ডোপিং সংস্থার পক্ষ থেকে যদিও জানানো হয়েছে যে, সব নিয়ম মেনে শাস্তির মেয়াদ শেষ হয়েছে হিমার। গত বছর হিমাকে নির্বাসিত করা হয়েছিল। কিন্তু এই বছর মার্চে একটি শুনানি হয়। সেখানে অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল (এডিডিপি) হিমাকে ক্লিনচিট দেয়। তার পরেই বিভিন্ন প্রতিযোগিতায় নামতে শুরু করেন হিমা। তা হলে নভেম্বরে তাঁর নির্বাসন ওঠার বার্তা কেন দিল নাডা? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Advertisement
আরও পড়ুন