Bangladeshi Intruders Arrested

পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভারতে ভুয়ো পরিচয়পত্র বানানোর অভিযোগ!

বৃহস্পতিবার রাতে মারকুইস স্ট্রিট থেকে মহম্মদ আবিউর রহমান নামের বছর সাঁইত্রিশের এক যুবককে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। জানা গিয়েছে, ওই যুবক বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৪১
পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী।

পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতার পার্ক স্ট্রিট থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ মারকুইস স্ট্রিট থেকে মহম্মদ আবিউর রহমান নামের বছর সাঁইত্রিশের এক যুবককে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই যুবক আদতে বাংলাদেশের নড়াইল জেলার নতুনগঞ্জের বাসিন্দা। বৈধ পরিচয়পত্র ছাড়াই ভারতে ঢোকেন তিনি।

Advertisement

শুধু তা-ই নয়, ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি এ দেশে এসে নকল পরিচয়পত্র তৈরি করেন। তৈরি করেন ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য নথি। পুলিশ জানতে পেরেছে, বিভিন্ন কাজে এই ভুয়ো নথিগুলি ব্যবহার করতেন ওই যুবক। প্রতারণামূলক কাজেও এই নথি ব্যবহার করা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তাই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করা ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে লালবাজার।

প্রসঙ্গত, অগস্ট মাসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে নানা কারণে বার বার অশান্ত হয়েছে বাংলাদেশ। আর এই সময়ের পর থেকেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়া একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। চলতি সপ্তাহেই ত্রিপুরা হয়ে কলকাতায় আসার পথে আগরতলা স্টেশনে তিন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় ধৃতদের বাড়ি বাংলাদেশের নোয়াখালিতে। বুধবার থেকে মুম্বই, নভি মুম্বই, ঠাণে এবং নাসিকের বিভিন্ন ঠিকানায় স্থানীয় থানাগুলির সহযোগিতায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ এবং তিন জন মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (অ্যান্টি টেররিজ়ম সেল বা এটিসি)। তারও আগে জাল নথি বানিয়ে দিল্লিতে বসবাস করার অভিযোগে গ্রেফতার হন ১১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী।

Advertisement
আরও পড়ুন