Mamata Banerjee

মহিলা ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, শৈলেন মান্না সরণির উদ্বোধনও করলেন মমতা

বৃহস্পতিবার দিঘা থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড লাগোয়া মাঠে তখন অনূর্ধ্ব-১৮ মহিলাদের ক্রিকেট লিগ খেলা সবে শেষ হয়েছে। সেখানেই মহিলা ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২১:৪৪

—নিজস্ব চিত্র।

ডুমুরজলা স্টেডিয়ামে তরুণ ক্রিকেটারদের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার দিঘা থেকে ফিরলেন তিনি। ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড লাগোয়া মাঠে তখন অনূর্ধ্ব-১৮ মহিলাদের ক্রিকেট লিগ খেলা সবে শেষ হয়েছে। সেখানেই মহিলা ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ হয় মুখ্যমন্ত্রীর।

Advertisement

মমতাকে দেখতে পেয়েই মহিলা ক্রিকেটারেরা আবেগে হাত নেড়ে ‘দিদি’ বলে ডাকেন। সেই ডাকে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের কাছে চলে যান। জানতে চান খেলার ফলাফল। খোঁজ নেন খাওয়াদাওয়া হয়েছে কি না। খেলোয়াড়েরা মুখ্যমন্ত্রীকে জানান সব কিছু। মমতাকে সামনে পেয়ে হাওড়া ডিস্ট্রিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, খেলার মাঠ পাচ্ছে না তারা। মুখ্যমন্ত্রী জানান, এখানে খেলনগরী তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক মানের খেলা হবে। বাংলার ক্রিকেট সংস্থাও স্টেডিয়াম তৈরি করতে পারে। তাই অন্য কোথাও মাঠের ব্যবস্থা করে দেওয়া হবে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শৈলেন মান্না সরণির ফলক উন্মোচন করেন। তিনি বলেন, “এই জায়গায় আরও সৌন্দর্যায়ন করা হবে। লাইব্রেরি, রেস্তরাঁ ও ছোটদের খেলাধুলা করার জায়গা করে হবে।”

Advertisement
আরও পড়ুন