India Pakistan Cricket

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই মুখোমুখি ভারত-পাকিস্তান, আর এক প্রতিযোগিতার সূচি ঘোষণা

আগামী ২৩ ফেব্রুয়ারি রোহিতেরা মুখোমুখি হবেন রিজ়ওয়ানদের। তার আগেই ২২ গজের লড়াইয়ে অন্তত দু’দিন মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ২২:৪০
Picture of India pakistan cricket

—প্রতীকী চিত্র।

আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি। রোহিত শর্মা-মহম্মদ রিজ়ওয়ানদের সেই ম্যাচের আগেই ২২ গজের লড়াইয়ে দু’বার মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। কলম্বোয় হবে ম্যাচ দু’টি। ফাইনালে উঠলে তিনটি ম্যাচ খেলবে ভারত-পাকিস্তান।

Advertisement

প্রতিবন্ধী ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ২১ জানুয়ারি। প্রতিযোগিতায় আয়োজক শ্রীলঙ্কা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ভারত-সহ ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। জানুয়ারির প্রথম সপ্তাহে জয়পুরে হবে ভারতের প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রস্তুতি শিবির।

ডিজেবল ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়ার (ডিসিসিআই) সচিব রবি চৌহান বলেছেন, ‘‘২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ ভারতের কাছে গর্বের। এই প্রতিযোগিতা শুধু আমাদের প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরবে না। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব।’’

প্রতিযোগিতার প্রথম দিন ১২ জানুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। পরের দিন ১৩ জানুয়ারি ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। ১৫ জানুয়ারি প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আবার ১৬ জানুয়ারি ভারত-পাকিস্তান লড়াই। ১৮ জানুয়ারি ইংল্যান্ড এবং ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। ফাইনাল ২১ জানুয়ারি।

Advertisement
আরও পড়ুন