ফোনের গোপন তথ্য সুরক্ষিত রাখার কয়েকটি কৌশল শিখে নিন। ছবি: ফ্রিপিক।
ডিজিটাল মাধ্যমে যে পরিমাণে প্রতারণা চলছে তা চিন্তার কারণই বটে। অনলাইনে কেনাকাটা করতে গিয়ে যেমন সাইবার প্রতারণার শিকার হচ্ছেন অনেকে, তেমনই নেট ব্যাঙ্কিং করতে গিয়ে বা কিউআর কোড স্ক্যান করতে গিয়েও বিপদ ঘটে যাচ্ছে। ক্ষণিকের ভুলে ফোনে ম্যালঅয়্যার বা বিপজ্জনক ভাইরাস ইনস্টল করে দিচ্ছে সাইবার অপরাধীরা। ফলে অজান্তেই ফোনের সমস্ত ব্যক্তিগত ও গোপন তথ্য চলে যাচ্ছে প্রতারকদের কবলে। কী ভাবে নিজের ফোনের যাবতীয় তথ্য সুরক্ষিত রাখবেন, জেনে নিন।
ফোনের সফ্টঅয়্যার সব সময় আপডেট করে রাখুন। আপনার স্মার্টফোনে যদি সফ্টঅয়্যার আপডেট করা থাকে, তা হলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার সুবিধা পাবেন।
যখন কোথাও যাবেন, মনে করে ফোনের ‘প্রাইভেসি সেটিংস’-এ কিছু বদল করে নিন। সবচেয়ে আগে নিজের ফোনের লোকেশন ম্যাপ বন্ধ রাখুন। তা হলে আপনার ফোন ট্র্যাক করা যাবে না।
অন্যের ফোন বা কম্পিউটার থেকে পছন্দের ডেটা নিতে চাইছেন, অথচ ভাইরাসের ভয়ে আপনি দু’বার ভাবছেন। কিংবা এমন অনেক ওয়েবসাইট আছে, সেখানে ঢুকলেই ফোনে ভাইরাস হানা দিচ্ছে, যা আপনার ফোনের ডেটা বা অ্যাপের কাজ আটকে দিচ্ছি। এ সব থেকে মুক্তি পেতে ফোনে অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখুন। এমন অ্যান্টিভাইরাস বাছুন যাতে ভাইরাস স্ক্যানিং-এর ব্যবস্থা আছে। আছে পাসওয়ার্ড লকের সুবিধাও।
ফোনের লকস্ক্রিন পাসওয়ার্ড দেখেশুনে রাখুন। চেষ্টা করতে হবে অর্থহীন ও জটিল সংখ্যা পাসওয়ার্ডে রাখার। অক্ষর, সংখ্যা এবং চিহ্ন একই সঙ্গে পাসওয়ার্ডে রাখতে হবে। বড় পাসওয়ার্ড দিলে তা ভাঙা তুলনামূলক ভাবে কঠিন হয়ে যায়।
নিখরচার ওয়াইফাই ব্যবহার করে কোনও অ্যাপ ইনস্টল করবেন না। অজানা অ্যাপের মাধ্যমে ম্যালঅয়্যার বা ক্ষতিকর সফ্টঅয়্যার ইনস্টলড হয়ে যেতে পারে ফোনে। যদি কোনও অ্যাপ ডাউনলোড করতেই হয়, তা হলে চেক বক্সে ক্লিক করার আগে ভাল করে নিয়মাবলি পড়ে নিন।