পোল্যান্ডের বিরুদ্ধে বাইসাইকেল কিকে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: সমাজমাধ্যম।
নেশনস লিগে পোল্যান্ডকে পাঁচ গোল দিল পর্তুগাল। তবে পাঁচটি গোল নয়, আলোচনার কেন্দ্রে একটি গোলই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাইসাইকেল কিকে করা গোল। শুক্রবার রাতে যা মন ভরিয়ে দিল ভক্তদের। পুরনো রোনাল্ডোর ঝলক খুঁজে পেলেন দর্শকেরা।
সব মিলিয়ে শুক্রবারের ম্যাচে ছ’টি গোল হয়েছে। ৫-১ গোলে জিতেছে পর্তুগাল। কিন্তু প্রথমার্ধে কোনও গোলই হয়নি। ছ’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। শুরুটা করেছিলেন রাফায়েল লিয়ায়ো। ৫৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বৃদ্ধি করেন রোনাল্ডো। এর পর একে একে গোল করেন ব্রুনো ফার্নান্দেস এবং পেদ্রো নেটো। তবে সবচেয়ে দর্শনীয় গোলটি হয় ৮৭ মিনিটে। শরীর ছুড়ে ঘুরে গিয়ে বাইসাইকেল কিকে গোল করেন রোনাল্ডো। পরের মিনিটেই একটি গোল শোধ করে পোল্যান্ড। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ৫-১ গোলে ম্যাচ জিতে নেয় পর্তুগাল।
অন্য ম্যাচে স্পেন ২-১ গোলে হারিয়ে দেয় ডেনমার্ককে। ম্যাচ জিতেছে আয়ারল্যান্ড, নরওয়ে, সাইপরাস, নর্দার্ন আয়ারল্যান্ড, বুলগেরিয়া এবং স্কটল্যান্ড।