আনন্দবাজার আয়োজিত শব্দ-জব্দ
বাংলা শব্দ নিয়ে এক অভিনব প্রতিযোগিতার উদ্যোগ নিয়ে হাজির হয়েছে আনন্দবাজার অনলাইন। শব্দ-জব্দ আসলে ক্যুইজের আদলে বাংলা শব্দ নিয়ে বিভিন্ন মজার খেলা। যে খেলা আড্ডার ছলে সুচারু ও সুনিপুণ করে তুলবে বাঙালির ভাষা চর্চাকে। যে খেলা নব প্রজন্মকে জুড়ে রাখবে শিকড়ের সঙ্গে। যে খেলার মাধ্যমে আনন্দবাজার অনলাইন বেছে নেবে বাংলার সেরা শিক্ষার্থীদের যাঁদের হাতে থাকবে আগামী দিনে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব। চুড়ান্ত পর্বে বিজয়ী শিক্ষার্থীরা পাবে অনন্য সম্মান।
বিভিন্ন ধাপে সম্পন্ন হবে এই প্রতিযোগিতা —
আন্তর্জালের ছোঁয়ায় পৃথিবী যখন ভুবনগ্রামের চেহারা নিচ্ছে; বিশ্বায়ন প্রভাব ফেলছে সাবেক সংস্কৃতিতে; বদলে যাচ্ছে ভাষার আঙ্গিক; সেই সময়ে বাংলা ভাষাকে ডিজিটাল দুনিয়ায় নব কল্লোলে চিত্রায়ণ করার এই উদ্যোগ অত্যন্ত প্রাসঙ্গিক।
এই প্রচেষ্টায় আমাদের সহযোগীতা করেছে —
প্রেজেন্টিং পার্টনার ইআইআইএলএম কলকাতা, পাওয়ার্ড বাই পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং সুভাষ বোস ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট, নলেজ পার্টনার ম্যাকাউট, এডুকেশন পার্টনার বিবেকানন্দ মিশন স্কুল, স্পেশাল পার্টনার পাতাঞ্জলি এবং কমফোর্ট পার্টনার বামচামস।