Moghlai Paratha

Paratha Recipe: ছুটির দিনে জমাটি জলখাবার চান? বানিয়ে ফেলুন পেঁয়াজকলির পরোটা

ময়দার পরোটা খেতে খেতে যদি কিঞ্চিৎ একঘেয়ে লাগে তাহলে খুব সহজেই বদলে ফেলা যায় পরোটার স্বাদ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২৮
পেঁয়াজকলির পরোটা বানানোর প্রণালী

পেঁয়াজকলির পরোটা বানানোর প্রণালী ছবি: সংগৃহীত

পরোটা খেতে ভালবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। কিন্তু ময়দার পরোটা খেতে খেতে যদি কিঞ্চিৎ একঘেয়ে লাগে তা হলে এক লহমায় বদলে ফেলা যায় স্বাদ। সামান্য কিছু উপাদানের জাদুতে বানিয়ে ফেলা যায় পেঁয়াজকলির পরোটা। রইল প্রণালী।

Advertisement
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

উপকরণ—

১। ময়দা: এক কাপ
২। নুন: ছোট চামচের এক চামচ
৩। গরম জল: ১/২ কাপ
৪। পেঁয়াজকলি: ২ আঁটি, পাতলা, ছোট ছোট করে কাটা
৫। তেল

প্রণালী—
১। ময়দা, নুন ও গরম জল একসাথে মিশিয়ে ভাল করে মেখে নিন।
২। ময়দা মেখে, গোলাকার করে তাতে সামান্য তেল দিয়ে ৩০-৬০ মিনিট রেখে দিন।
তারপর তাকে দু’ভাগে ভাগ করুন।
৩। এ বার দু’টি ভাগ আলাদা ভাবে বেলে নিন চতুষ্কোণের আকারে। হালকা করে একটু তেল লাগিয়ে, লম্বা দিক দিয়ে রোল করে নিন। দড়ির মতো চেহারা হবে। এ বার দড়িটিকে আবার পাকিয়ে নিন।
৪। উপর থেকে চ্যাপ্টা করে নিয়ে এ বার যেই গোল করে বেলবেন, দেখবেন প্যাঁচের মতো ছাপ আসবে আপনার পরোটায়।
৫। পাতলা করে বেলে নিয়ে, উপর দিয়ে পেঁয়াজকলি ছড়িয়ে আরেকবার বেলে নিন।
৬। গরম তেলে ভেজে নিলেই পেঁয়াজকলির পরোটা তৈরি!

আরও পড়ুন
Advertisement