Subhman Gill-Sonam Bajwa

দুই সারাই কি অতীত? শুভমন গিলের জীবনে এখন নাকি শুধুই সোনম বাজওয়া!

সম্প্রতি এই সোনমের সঙ্গেই নাম জড়িয়েছে শুভমনের। সোনমের সঙ্গে হাত মেলাচ্ছেন শুভমন। সেই ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১৪:২০
০১ ১৬
১৮ জানুয়ারি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে দুর্দান্ত দ্বিশতরান করেছেন তিনি। বার বার বড় ইনিংস খেলে শিরোনামে এসেছেন ২৩ বছরের ব্যাটার। তবে শুভমন গিল শুধু মাঠে নয়, মাঠের বাইরেও বেশ চালিয়েই ব্যাট করছেন। কানাঘুষো এমনটাই। একের পর এক সেলেবের সঙ্গে নাম জড়িয়েছে শুভমনের। এ বার সেই তালিকাতেই জুড়ল আরও এক নাম।

১৮ জানুয়ারি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে দুর্দান্ত দ্বিশতরান করেছেন তিনি। বার বার বড় ইনিংস খেলে শিরোনামে এসেছেন ২৩ বছরের ব্যাটার। তবে শুভমন গিল শুধু মাঠে নয়, মাঠের বাইরেও বেশ চালিয়েই ব্যাট করছেন। কানাঘুষো এমনটাই। একের পর এক সেলেবের সঙ্গে নাম জড়িয়েছে শুভমনের। এ বার সেই তালিকাতেই জুড়ল আরও এক নাম।

ছবি: সংগৃহীত।

০২ ১৬
হায়দরাবাদে দ্বিশতরান করে নজির গড়েছেন ২৩ বছরের শুভমন। এর আগে এত কম বয়সে কোনও ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেননি। তবে সেই ইনিংস নয়, আপাতত সমাজমাধ্যমে শুভমনের ভাইরাল হওয়ার অন্য কারণ রয়েছে। সেই কারণ হলেন সোনম বাজওয়া।

হায়দরাবাদে দ্বিশতরান করে নজির গড়েছেন ২৩ বছরের শুভমন। এর আগে এত কম বয়সে কোনও ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেননি। তবে সেই ইনিংস নয়, আপাতত সমাজমাধ্যমে শুভমনের ভাইরাল হওয়ার অন্য কারণ রয়েছে। সেই কারণ হলেন সোনম বাজওয়া।

ছবি: সংগৃহীত।

০৩ ১৬
সম্প্রতি এই সোনমের সঙ্গেই নাম জড়িয়েছে শুভমনের। সোনমের সঙ্গে হাত মেলাচ্ছেন শুভমন। সেই ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, সোনমের কারণেই দারুণ ফর্মে ফিরেছেন শুভমন।

সম্প্রতি এই সোনমের সঙ্গেই নাম জড়িয়েছে শুভমনের। সোনমের সঙ্গে হাত মেলাচ্ছেন শুভমন। সেই ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, সোনমের কারণেই দারুণ ফর্মে ফিরেছেন শুভমন।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৪ ১৬
তবে সোনম প্রথম নন, এর আগেও সেলেবদের সঙ্গে নাম জড়িয়েছে শুভমনের। সচিন তেণ্ডুলকরের কন্যা সারার সঙ্গে দেখা গিয়েছিল শুভমনকে। যদিও দু’জনের কেউই সে কথা স্বীকার করেননি।

তবে সোনম প্রথম নন, এর আগেও সেলেবদের সঙ্গে নাম জড়িয়েছে শুভমনের। সচিন তেণ্ডুলকরের কন্যা সারার সঙ্গে দেখা গিয়েছিল শুভমনকে। যদিও দু’জনের কেউই সে কথা স্বীকার করেননি।

ছবি: সংগৃহীত।

০৫ ১৬
সারা বরাবরই ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। তাই কখনওই স্বীকার করেননি সম্পর্কের কথা। তার পরেও শোনা গিয়েছে, বিদেশে শুভমনের সঙ্গে ডেট করছেন তিনি, ছুটি কাটাচ্ছেন।

সারা বরাবরই ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। তাই কখনওই স্বীকার করেননি সম্পর্কের কথা। তার পরেও শোনা গিয়েছে, বিদেশে শুভমনের সঙ্গে ডেট করছেন তিনি, ছুটি কাটাচ্ছেন।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৬ ১৬
এই নিয়ে সমাজমাধ্যমে প্রশ্নের মুখে পড়েছিলেন শুভমন। এক জন জিজ্ঞেস করেছিলেন, তিনি কি ‘সিঙ্গল’? জবাবে শুভমন স্পষ্টই লিখেছিলেন, ‘‘হ্যাঁ। আর অদূর ভবিষ্যতেও আমার এই নিয়ে কোনও পরিকল্পনা নেই।’’

এই নিয়ে সমাজমাধ্যমে প্রশ্নের মুখে পড়েছিলেন শুভমন। এক জন জিজ্ঞেস করেছিলেন, তিনি কি ‘সিঙ্গল’? জবাবে শুভমন স্পষ্টই লিখেছিলেন, ‘‘হ্যাঁ। আর অদূর ভবিষ্যতেও আমার এই নিয়ে কোনও পরিকল্পনা নেই।’’

ছবি: সংগৃহীত।

০৭ ১৬
গত বছর অগস্টে শোনা যায়, সচিনকন্যার সঙ্গে নাকি সম্পর্কে ইতি টেনেছেন শুভমন। এখানেই শেষ নয়, সে সময় সইফ আলি খানের কন্যা সারা আলি খানের সঙ্গে একটি রেস্তরাঁয় দেখা যায় শুভমনকে। তার পরেই শুরু নতুন জল্পনা। তবে কি এক সারাকে ছেড়ে অন্য সারায় মজেছেন শুভমন?

গত বছর অগস্টে শোনা যায়, সচিনকন্যার সঙ্গে নাকি সম্পর্কে ইতি টেনেছেন শুভমন। এখানেই শেষ নয়, সে সময় সইফ আলি খানের কন্যা সারা আলি খানের সঙ্গে একটি রেস্তরাঁয় দেখা যায় শুভমনকে। তার পরেই শুরু নতুন জল্পনা। তবে কি এক সারাকে ছেড়ে অন্য সারায় মজেছেন শুভমন?

ছবি: সংগৃহীত।

Advertisement
০৮ ১৬
ওই রেস্তরাঁ থেকে পরেও এক বার দু’জনকে প্রায় একসঙ্গে বার হতে দেখা যায়। একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল, সারা আগে বেরিয়ে আসছেন। পরে শুভমনের মতো দেখতে এক যুবক বেরিয়ে আসছেন। একাধিক সংবাদমাধ্যম দাবি করে, ওই যুবক আসলে শুভমন। এর পর বিমানে সারা আর শুভমানের পাশাপাশি বসে থাকার একটি ছবি প্রকাশ্যে আসে।

ওই রেস্তরাঁ থেকে পরেও এক বার দু’জনকে প্রায় একসঙ্গে বার হতে দেখা যায়। একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল, সারা আগে বেরিয়ে আসছেন। পরে শুভমনের মতো দেখতে এক যুবক বেরিয়ে আসছেন। একাধিক সংবাদমাধ্যম দাবি করে, ওই যুবক আসলে শুভমন। এর পর বিমানে সারা আর শুভমানের পাশাপাশি বসে থাকার একটি ছবি প্রকাশ্যে আসে।

ছবি: সংগৃহীত।

০৯ ১৬
এই নিয়ে তাঁকেও কম প্রশ্নের মুখে পড়তে হয়নি। তবে সেই প্রশ্নের জবাবেও নতুন করে বিতর্কই তৈরি করেছিলেন শুভমন। একটি সাক্ষাৎকারে সঞ্চালক বলেছিলেন, ‘‘সব সত্যি বলো (সারা কা সারা সচ বোলো)।’’ জবাবে তরুণ ক্রিকেটার বলেন, ‘‘সব সত্যিই বলে দিলাম। (সারা দা সারা সচ বোল দিয়া)’’

এই নিয়ে তাঁকেও কম প্রশ্নের মুখে পড়তে হয়নি। তবে সেই প্রশ্নের জবাবেও নতুন করে বিতর্কই তৈরি করেছিলেন শুভমন। একটি সাক্ষাৎকারে সঞ্চালক বলেছিলেন, ‘‘সব সত্যি বলো (সারা কা সারা সচ বোলো)।’’ জবাবে তরুণ ক্রিকেটার বলেন, ‘‘সব সত্যিই বলে দিলাম। (সারা দা সারা সচ বোল দিয়া)’’

ছবি: সংগৃহীত।

১০ ১৬
সেই নিয়ে শুরু হয় বিতর্ক। সেই বিতর্ক এখনও থামেনি। হায়দরাবাদে ভারত বনাম নিউ জ়িল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচে বাউন্ডারির কাছে যখন ফিল্ডিং করছিলেন শুভমন, গ্যালারি থেকে ভেসে আসে ‘সারা, সারা’ ধ্বনি।

সেই নিয়ে শুরু হয় বিতর্ক। সেই বিতর্ক এখনও থামেনি। হায়দরাবাদে ভারত বনাম নিউ জ়িল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচে বাউন্ডারির কাছে যখন ফিল্ডিং করছিলেন শুভমন, গ্যালারি থেকে ভেসে আসে ‘সারা, সারা’ ধ্বনি।

ছবি: সংগৃহীত।

১১ ১৬
তার মধ্যেই সোনমের সঙ্গে তাঁর ছবি ভাইরাল। কে এই সোনম? সোনমপ্রীত বাজওয়া মডেল এবং অভিনেত্রী। বেশ কিছু পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন। কিছু তামিল, তেলুগু ছবিতেও অভিনয় করেছেন।

তার মধ্যেই সোনমের সঙ্গে তাঁর ছবি ভাইরাল। কে এই সোনম? সোনমপ্রীত বাজওয়া মডেল এবং অভিনেত্রী। বেশ কিছু পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন। কিছু তামিল, তেলুগু ছবিতেও অভিনয় করেছেন।

ছবি: সংগৃহীত।

১২ ১৬
২০১২ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ দেন। ২০১৩ সালে অভিনয় জগতে প্রবেশ। সোনমের জন্ম ১৯৮৯ সালের ১৬ অগস্ট।

২০১২ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ দেন। ২০১৩ সালে অভিনয় জগতে প্রবেশ। সোনমের জন্ম ১৯৮৯ সালের ১৬ অগস্ট।

ছবি: সংগৃহীত।

১৩ ১৬
শুভমনের সঙ্গে ডেটিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সোনম। সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘এ সবই মিথ্যা (সারা কা সারা ঝুট হ্যায়)।’’ সেই পোস্ট এখন ভাইরাল।

শুভমনের সঙ্গে ডেটিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সোনম। সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘এ সবই মিথ্যা (সারা কা সারা ঝুট হ্যায়)।’’ সেই পোস্ট এখন ভাইরাল।

ছবি: সংগৃহীত।

১৪ ১৬
নিন্দকরা বলছেন, এ ভাবে আসলে সারা আলি খান আর শুভমনের সম্পর্কের দিকেই ইঙ্গিত করছেন সোনম। যদিও শুভমন বা সারা এই নিয়ে কোনও কথা বলেননি।

নিন্দকরা বলছেন, এ ভাবে আসলে সারা আলি খান আর শুভমনের সম্পর্কের দিকেই ইঙ্গিত করছেন সোনম। যদিও শুভমন বা সারা এই নিয়ে কোনও কথা বলেননি।

ছবি: সংগৃহীত।

১৫ ১৬
তার মধ্যে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, সচিনকন্যার সঙ্গেই নাকি তলে তলে সম্পর্ক রয়েছে শুভমনের। দু’জন গোপনে বাগ্‌দানও সেরে ফেলেছেন।

তার মধ্যে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, সচিনকন্যার সঙ্গেই নাকি তলে তলে সম্পর্ক রয়েছে শুভমনের। দু’জন গোপনে বাগ্‌দানও সেরে ফেলেছেন।

ছবি: সংগৃহীত।

১৬ ১৬
সারা-শুভমন সম্পর্কে নাকি খুশি দুই পরিবারই। পঞ্জাবের জালালাবাদের ফাজিলকায় ১৯৯৯ সালে জন্ম শুভমনের। শুভমনের বাবা লখবিন্দর সিংহ কৃষক ছিলেন।

সারা-শুভমন সম্পর্কে নাকি খুশি দুই পরিবারই। পঞ্জাবের জালালাবাদের ফাজিলকায় ১৯৯৯ সালে জন্ম শুভমনের। শুভমনের বাবা লখবিন্দর সিংহ কৃষক ছিলেন।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি