Virat Kohli-Anushka Sharma

বিরাট-অনুষ্কার ঘরে আসছে নতুন অতিথি! কিন্তু কোথায় জন্ম হবে দ্বিতীয় সন্তানের?

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সংসারে আসতে চলেছে নতুন অতিথি। আর খুব বেশি দেরি নয়, ভূমিষ্ঠ হবে তাঁদের দ্বিতীয় সন্তান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৪
০১ ১৪
সব থেকে চর্চিত তারকা দম্পতিদের মধ্যে একদম প্রথম দিকেই থাকে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার নাম।

সব থেকে চর্চিত তারকা দম্পতিদের মধ্যে একদম প্রথম দিকেই থাকে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার নাম।

০২ ১৪
মনসুর আলি খান পটৌডি এবং শর্মিলা ঠাকুরের মতো তাঁরাও ক্রিকেট আর বলিউডকে বেঁধেছেন একই সূত্রে।

মনসুর আলি খান পটৌডি এবং শর্মিলা ঠাকুরের মতো তাঁরাও ক্রিকেট আর বলিউডকে বেঁধেছেন একই সূত্রে।

০৩ ১৪
বিরাট ও অনুষ্কার সংসারে আসতে চলেছে নতুন অতিথি। আর খুব বেশি দেরি নয়, ভূমিষ্ঠ হবে তাঁদের দ্বিতীয় সন্তান।

বিরাট ও অনুষ্কার সংসারে আসতে চলেছে নতুন অতিথি। আর খুব বেশি দেরি নয়, ভূমিষ্ঠ হবে তাঁদের দ্বিতীয় সন্তান।

Advertisement
০৪ ১৪
যদিও প্রথম থেকেই এই প্রসঙ্গে গোপনীয়তা বজায় রেখেছেন ‘বিরুষ্কা’ জুটি। গত বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু জল্পনা।

যদিও প্রথম থেকেই এই প্রসঙ্গে গোপনীয়তা বজায় রেখেছেন ‘বিরুষ্কা’ জুটি। গত বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু জল্পনা।

০৫ ১৪
মাঝে বিশ্বকাপ থেকে রামমন্দির উদ্বোধন— সবেতেই নিজেদের আড়ালে রাখার চেষ্টা করেছেন দম্পতি। প্রথম সন্তানের ক্ষেত্রে আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন অভিনেত্রী।

মাঝে বিশ্বকাপ থেকে রামমন্দির উদ্বোধন— সবেতেই নিজেদের আড়ালে রাখার চেষ্টা করেছেন দম্পতি। প্রথম সন্তানের ক্ষেত্রে আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন অভিনেত্রী।

Advertisement
০৬ ১৪
এ বার প্রথম থেকে মুখে কুলুপ এঁটেছেন। যদিও দিন কয়েক আগে বিরাটের ক্রিকেটার বন্ধু এবি ডে’ভিলিয়ার্স অনুষ্কার দ্বিতীয় বার মা হওয়ার খবরে সিলমোহর দেন।

এ বার প্রথম থেকে মুখে কুলুপ এঁটেছেন। যদিও দিন কয়েক আগে বিরাটের ক্রিকেটার বন্ধু এবি ডে’ভিলিয়ার্স অনুষ্কার দ্বিতীয় বার মা হওয়ার খবরে সিলমোহর দেন।

০৭ ১৪
তবে দ্বিতীয় সন্তানের জন্ম ভারতে নয়, হবে বিদেশে।

তবে দ্বিতীয় সন্তানের জন্ম ভারতে নয়, হবে বিদেশে।

Advertisement
০৮ ১৪
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে দলে ছিলেন বিরাট। কিন্তু টেস্ট শুরুর আগে হঠাৎ ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে দলে ছিলেন বিরাট। কিন্তু টেস্ট শুরুর আগে হঠাৎ ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি।

০৯ ১৪
বিরাট কেন টেস্ট খেলবেন না, তার কোনও যুক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়নি। শুধু জানানো হয়েছিল, বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে যেন কোনও গুজব ছড়ানো না হয়।

বিরাট কেন টেস্ট খেলবেন না, তার কোনও যুক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়নি। শুধু জানানো হয়েছিল, বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে যেন কোনও গুজব ছড়ানো না হয়।

১০ ১৪
জানা যায়, অনুষ্কার সঙ্গেই লন্ডনে রয়েছেন তিনি। নেটপাড়ার একাংশের ধারণা, লন্ডনেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।

জানা যায়, অনুষ্কার সঙ্গেই লন্ডনে রয়েছেন তিনি। নেটপাড়ার একাংশের ধারণা, লন্ডনেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।

১১ ১৪
আসলে প্রতিনিয়ত ক্যামেরার সামনে থাকার তুলনায় এই সময়টা ব্যক্তিগত রাখতে চাইছেন তাঁরা। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির শেষের দিকে আসতে চলেছে ভামিকার খেলার সঙ্গী।

আসলে প্রতিনিয়ত ক্যামেরার সামনে থাকার তুলনায় এই সময়টা ব্যক্তিগত রাখতে চাইছেন তাঁরা। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির শেষের দিকে আসতে চলেছে ভামিকার খেলার সঙ্গী।

১২ ১৪
২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা হয়েছিল বিরাট-অনুষ্কার। সে থেকেই প্রেম শুরু।

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা হয়েছিল বিরাট-অনুষ্কার। সে থেকেই প্রেম শুরু।

১৩ ১৪
অনেকে বলেন, ‘লভ অ্যাট ফার্স্ট সাইট’। বেশ কয়েক বছরের প্রেম, তার পর ২০১৭ সালে ইটালিতে রূপকথার বিয়ে।

অনেকে বলেন, ‘লভ অ্যাট ফার্স্ট সাইট’। বেশ কয়েক বছরের প্রেম, তার পর ২০১৭ সালে ইটালিতে রূপকথার বিয়ে।

১৪ ১৪
তার পর দুই থেকে তিন হয়েছিলেন তাঁরা। এ বার চার হওয়ার পালা।

তার পর দুই থেকে তিন হয়েছিলেন তাঁরা। এ বার চার হওয়ার পালা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি