Indian Army Salary

কারও আড়াই লাখ তো কারও দেড় লাখ! ভারতীয় সেনার কোন পদমর্যাদার বেতন কত?

ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর ১০। কোনও রকম ভাতা ছাড়া বেতন বাবদ তাঁরা মাসিক ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা সরকারের কাছ থেকে পান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ০৮:৪৯
০১ ১৩
প্রায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় সেনায় যোগ দেন বহু তরুণ। উদ্দেশ্য দেশের সেবা করা এবং শত্রু দেশের চক্রান্তের হাত থেকে ভারতকে রক্ষা করা। কিন্তু দেশসেবা করার জন্য সরকারের কাছ থেকে মাসিক কত টাকা করে বেতন পান জওয়ানরা? যাঁরা সেনাবাহিনীর শীর্ষে রয়েছেন, তাঁদের বেতনই বা কত?

প্রায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় সেনায় যোগ দেন বহু তরুণ। উদ্দেশ্য দেশের সেবা করা এবং শত্রু দেশের চক্রান্তের হাত থেকে ভারতকে রক্ষা করা। কিন্তু দেশসেবা করার জন্য সরকারের কাছ থেকে মাসিক কত টাকা করে বেতন পান জওয়ানরা? যাঁরা সেনাবাহিনীর শীর্ষে রয়েছেন, তাঁদের বেতনই বা কত?

০২ ১৩
ভারতীয় সেনাদের বেতন তাঁদের পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে একাধিক সুযোগ-সুবিধা। সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ভারতীয় সেনাবাহিনী সদস্যদের বেতন সংশোধন করা হয়েছে। ফলে ভারতীয় সেনাবাহিনীর বেতন বোঝা আরও সহজ হয়েছে।

ভারতীয় সেনাদের বেতন তাঁদের পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে একাধিক সুযোগ-সুবিধা। সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ভারতীয় সেনাবাহিনী সদস্যদের বেতন সংশোধন করা হয়েছে। ফলে ভারতীয় সেনাবাহিনীর বেতন বোঝা আরও সহজ হয়েছে।

০৩ ১৩
ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর ১০। কোনও রকম ভাতা ছাড়া বেতন বাবদ তাঁরা মাসিক ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা সরকারের কাছ থেকে পান।

ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর ১০। কোনও রকম ভাতা ছাড়া বেতন বাবদ তাঁরা মাসিক ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা সরকারের কাছ থেকে পান।

Advertisement
০৪ ১৩
বেতনস্তর কি? বেতনস্তর হল একটি প্রতিষ্ঠানের বেতন কাঠামোর মৌলিক একক। যার মাধ্যমে এক প্রতিষ্ঠানের এক জনের সঙ্গে অন্য জনের পদমর্যাদা এবং বেতনের পার্থক্য বোঝা যায়। ভারতে বেতনের ১৮টি স্তর রয়েছে। ভারতীয় সেনা ক্যাপ্টেনদের বেতনের স্তর ১০বি। সেনা ক্যাপ্টেনরা কোনও রকম ভাতা ছাড়া বেতন বাবদ মাসে ৬১,৩০০ থেকে ১,৯৩,৯০০ টাকা অবধি পান।

বেতনস্তর কি? বেতনস্তর হল একটি প্রতিষ্ঠানের বেতন কাঠামোর মৌলিক একক। যার মাধ্যমে এক প্রতিষ্ঠানের এক জনের সঙ্গে অন্য জনের পদমর্যাদা এবং বেতনের পার্থক্য বোঝা যায়। ভারতে বেতনের ১৮টি স্তর রয়েছে। ভারতীয় সেনা ক্যাপ্টেনদের বেতনের স্তর ১০বি। সেনা ক্যাপ্টেনরা কোনও রকম ভাতা ছাড়া বেতন বাবদ মাসে ৬১,৩০০ থেকে ১,৯৩,৯০০ টাকা অবধি পান।

০৫ ১৩
ভারতীয় সেনার মেজর পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর আরও বেশি। কোনও ভাতা ছাড়া বেতন হিসাবে সরকারের কাছ থেকে ৬৯,৪০০ থেকে ২,০৭,২০০ টাকা পর্যন্ত পান ভারতীয় সেনার মেজররা।

ভারতীয় সেনার মেজর পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর আরও বেশি। কোনও ভাতা ছাড়া বেতন হিসাবে সরকারের কাছ থেকে ৬৯,৪০০ থেকে ২,০৭,২০০ টাকা পর্যন্ত পান ভারতীয় সেনার মেজররা।

Advertisement
০৬ ১৩
লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর ১২এ। লেফটেন্যান্ট কর্নেলদের ন্যূনতম বেতন শুরু হয় ১ লক্ষ টাকার উপর থেকে। ভাতা ছাড়া প্রতি মাসে ১,২১,২০০-২,১২,৪০০ পর্যন্ত বেতন পান লেফটেন্যান্ট কর্নেলরা।

লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর ১২এ। লেফটেন্যান্ট কর্নেলদের ন্যূনতম বেতন শুরু হয় ১ লক্ষ টাকার উপর থেকে। ভাতা ছাড়া প্রতি মাসে ১,২১,২০০-২,১২,৪০০ পর্যন্ত বেতন পান লেফটেন্যান্ট কর্নেলরা।

০৭ ১৩
ভারতীয় সেনার কর্নেলরা বেতন বাবদ মাসিক ১,৩০,৬০০ টাকা থেকে শুরু করে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত পান। কর্নেলদের বেতনের স্তর ১৩।

ভারতীয় সেনার কর্নেলরা বেতন বাবদ মাসিক ১,৩০,৬০০ টাকা থেকে শুরু করে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত পান। কর্নেলদের বেতনের স্তর ১৩।

Advertisement
০৮ ১৩
ব্রিগেডিয়ার পদমর্যাদার আধিকারিকদের মাসিক বেতন ১,৩৯,৬০০ থেকে ২,১৭,৬০০ টাকার মধ্যে। বেতনের স্তর ১৩এ।

ব্রিগেডিয়ার পদমর্যাদার আধিকারিকদের মাসিক বেতন ১,৩৯,৬০০ থেকে ২,১৭,৬০০ টাকার মধ্যে। বেতনের স্তর ১৩এ।

০৯ ১৩
মেজর জেনারেল পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর ১৪। ন্যূনতম মাসিক বেতন ১,৪৪,২০০ টাকা। এক জন মেজর জেনারেল মাসে সর্বোচ্চ ২,১৮,২০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

মেজর জেনারেল পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর ১৪। ন্যূনতম মাসিক বেতন ১,৪৪,২০০ টাকা। এক জন মেজর জেনারেল মাসে সর্বোচ্চ ২,১৮,২০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

১০ ১৩
লেফটেন্যান্ট জেনারেলদের সরকার প্রতি মাসে ন্যূনতম ১,৮২,২০০ টাকা পর্যন্ত দেয়। যা সর্বোচ্চ ২,২৪,১০০ পর্যন্ত হতে পারে। বেতনের স্তর ১৫।

লেফটেন্যান্ট জেনারেলদের সরকার প্রতি মাসে ন্যূনতম ১,৮২,২০০ টাকা পর্যন্ত দেয়। যা সর্বোচ্চ ২,২৪,১০০ পর্যন্ত হতে পারে। বেতনের স্তর ১৫।

১১ ১৩
শীর্ষ পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল এইচএজি বেতন স্তর ১৬। ফলে মাসিক বেতনের পরিমাণও বেশি। ভাতা ছাড়া শীর্ষ পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেলরা বেতন বাবদ ২,০৫,৪০০ থেকে ২,২৪,৪০০ টাকা পান।

শীর্ষ পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল এইচএজি বেতন স্তর ১৬। ফলে মাসিক বেতনের পরিমাণও বেশি। ভাতা ছাড়া শীর্ষ পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেলরা বেতন বাবদ ২,০৫,৪০০ থেকে ২,২৪,৪০০ টাকা পান।

১২ ১৩
ভারতীয় সেনার ‘ভাইস চিফ অফ আর্মি স্টাফ (ভিসিওএএস)’-এর বেতন স্তর ১৭ এবং ভাতা ছাড়া বেতন বাবদ তিনি ২,২৫,০০০ টাকা সরকারের কাছ থেকে পান। ভারতের বর্তমান লেফটেন্যান্ট জেনারেল এমভি সুচিন্দ্র কুমার।

ভারতীয় সেনার ‘ভাইস চিফ অফ আর্মি স্টাফ (ভিসিওএএস)’-এর বেতন স্তর ১৭ এবং ভাতা ছাড়া বেতন বাবদ তিনি ২,২৫,০০০ টাকা সরকারের কাছ থেকে পান। ভারতের বর্তমান লেফটেন্যান্ট জেনারেল এমভি সুচিন্দ্র কুমার।

১৩ ১৩
ভারতীয় সেনার সেনাপ্রধান ‘চিফ অফ আর্মি স্টাফ’-এর বেতনের স্তর সব থেকে বেশি। ১৮ স্তরের বেতন পান ‘চিফ অফ আর্মি স্টাফ’। কোনও রকম ভাতা ছাড়া তিনি মাসিক আড়াই লক্ষ টাকা করে বেতন পান।

ভারতীয় সেনার সেনাপ্রধান ‘চিফ অফ আর্মি স্টাফ’-এর বেতনের স্তর সব থেকে বেশি। ১৮ স্তরের বেতন পান ‘চিফ অফ আর্মি স্টাফ’। কোনও রকম ভাতা ছাড়া তিনি মাসিক আড়াই লক্ষ টাকা করে বেতন পান।

সব ছবি: ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি