Alia Bhatt Ranbir Kapoor Daughter

প্রকাশ্যে রণলিয়ার মেয়ের ছবি, জানা গেল তার নামও! কতটা রটনা কতটা সত্যি?

আলিয়ার সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। তবে পাশাপাশি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি এবং খবর। এ সবের কতটা সত্যি, কতটাই বা ভুয়ো?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৬:২২
০১ ২৩
রবিবার সকালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভট্ট। খুশির খবর সমাজমাধ্যমে ভাগ করে নিতেই বলিপাড়া মেতে উঠেছে কপূর পরিবারের নতুন সদস্যের আগমনে।

রবিবার সকালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভট্ট। খুশির খবর সমাজমাধ্যমে ভাগ করে নিতেই বলিপাড়া মেতে উঠেছে কপূর পরিবারের নতুন সদস্যের আগমনে।

ছবি: সংগৃহীত।

০২ ২৩
রণবীর কপূর সমাজমাধ্যম ব্যবহার করেন না। আলিয়া তাঁদের দু’জনের তরফ থেকেই রবিবার ইনস্টাগ্রামে সুখবর পোস্ট করেন।

রণবীর কপূর সমাজমাধ্যম ব্যবহার করেন না। আলিয়া তাঁদের দু’জনের তরফ থেকেই রবিবার ইনস্টাগ্রামে সুখবর পোস্ট করেন।

ছবি: সংগৃহীত।

০৩ ২৩
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিংহ-সিংহী ও তাদের শাবকের ছবি দিয়ে আলিয়া লেখেন, ‘‘আর আমাদের জীবনের সেরা খবরটা এল— আমাদের সন্তান এসেছে, সে যেন এক আশ্চর্য মেয়ে, সদ্য অভিভাবক হয়ে আমরা শুভেচ্ছার বন্যায় ভাসছি! সকলকে রণবীর-আলিয়ার তরফ থেকে অনেক অনেক ভালবাসা।’’

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিংহ-সিংহী ও তাদের শাবকের ছবি দিয়ে আলিয়া লেখেন, ‘‘আর আমাদের জীবনের সেরা খবরটা এল— আমাদের সন্তান এসেছে, সে যেন এক আশ্চর্য মেয়ে, সদ্য অভিভাবক হয়ে আমরা শুভেচ্ছার বন্যায় ভাসছি! সকলকে রণবীর-আলিয়ার তরফ থেকে অনেক অনেক ভালবাসা।’’

ছবি: সংগৃহীত।

Advertisement
০৪ ২৩
আলিয়ার সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। অক্ষয় কুমার থেকে শুরু করে সোনম কপূর, অনুষ্কা শর্মা, অনন্যা পাণ্ডে, নেহা ধূপিয়া, কৃতি শ্যানন, মৌনী রায়ের মতো তারকারা নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

আলিয়ার সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। অক্ষয় কুমার থেকে শুরু করে সোনম কপূর, অনুষ্কা শর্মা, অনন্যা পাণ্ডে, নেহা ধূপিয়া, কৃতি শ্যানন, মৌনী রায়ের মতো তারকারা নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

ছবি: সংগৃহীত।

০৫ ২৩
শুভেচ্ছা বার্তার পাশাপাশি সমাজমাধ্যমে আলিয়া-রণবীরের মেয়ে সম্পর্কে বেশ কিছু ছবি এবং খবর ছড়িয়ে পড়েছে। রবিবার থেকেই ইন্টারনেট ছেয়ে গিয়েছে সে সব ছবিতে। নানা ছবি দেখিয়ে সেগুলি আলিয়ার মেয়ের বলে দাবি করা হচ্ছে। এমনকি প্রকাশ্যে এসেছে সদ্যোজাতর নামকরণের গুঞ্জনও। কিন্তু এ সবের কতটা সত্যি, কতটাই বা ভুয়ো?

শুভেচ্ছা বার্তার পাশাপাশি সমাজমাধ্যমে আলিয়া-রণবীরের মেয়ে সম্পর্কে বেশ কিছু ছবি এবং খবর ছড়িয়ে পড়েছে। রবিবার থেকেই ইন্টারনেট ছেয়ে গিয়েছে সে সব ছবিতে। নানা ছবি দেখিয়ে সেগুলি আলিয়ার মেয়ের বলে দাবি করা হচ্ছে। এমনকি প্রকাশ্যে এসেছে সদ্যোজাতর নামকরণের গুঞ্জনও। কিন্তু এ সবের কতটা সত্যি, কতটাই বা ভুয়ো?

ছবি: সংগৃহীত।

Advertisement
০৬ ২৩
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছে, মেয়েকে কোলে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী। সাদা চাদরে জড়িয়ে রাখা হয়েছে একরত্তিকে। মায়ের কোলে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছে, মেয়েকে কোলে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী। সাদা চাদরে জড়িয়ে রাখা হয়েছে একরত্তিকে। মায়ের কোলে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে।

ছবি: সংগৃহীত।

০৭ ২৩
অন্য আর একটি ছবিতে দেখা গিয়েছে রণবীরকে। নীল জামা পরা ছোট্ট এক শিশুকে কোলে নিয়ে রণবীর বসে আছেন। পরম মমতায় আগলে রেখেছেন একরত্তিকে। শিশুর মুখ ক্যামেরার উল্টো দিকে ফেরানো।

অন্য আর একটি ছবিতে দেখা গিয়েছে রণবীরকে। নীল জামা পরা ছোট্ট এক শিশুকে কোলে নিয়ে রণবীর বসে আছেন। পরম মমতায় আগলে রেখেছেন একরত্তিকে। শিশুর মুখ ক্যামেরার উল্টো দিকে ফেরানো।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৮ ২৩
পরবর্তী ছবিটিও তাৎপর্যপূর্ণ। তাতে দেখা গিয়েছে, একরত্তি শিশু বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। তার সামনে বসে তাকে কোলে তুলে নিতে যাচ্ছেন আলিয়া। তাঁর চোখেমুখে মমতা মাখা। এই ছবিটিও আলিয়া এবং তাঁর সন্তানের বলে দাবি করছেন কেউ কেউ।

পরবর্তী ছবিটিও তাৎপর্যপূর্ণ। তাতে দেখা গিয়েছে, একরত্তি শিশু বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। তার সামনে বসে তাকে কোলে তুলে নিতে যাচ্ছেন আলিয়া। তাঁর চোখেমুখে মমতা মাখা। এই ছবিটিও আলিয়া এবং তাঁর সন্তানের বলে দাবি করছেন কেউ কেউ।

ছবি: সংগৃহীত।

০৯ ২৩
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে এক শিশুকে বারবার চুমু খাচ্ছেন তাঁর মা। আনন্দে কেঁদে ফেলছেন বারবার। ওই মহিলা আলিয়া বলেই দাবি।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে এক শিশুকে বারবার চুমু খাচ্ছেন তাঁর মা। আনন্দে কেঁদে ফেলছেন বারবার। ওই মহিলা আলিয়া বলেই দাবি।

ছবি: সংগৃহীত।

১০ ২৩
কিন্তু, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবি এবং ভিডিয়ো ভুয়ো। কারণ আলিয়া-রণবীরের তরফে তাঁদের সন্তানের কোনও ছবি এখনও প্রকাশ্যে আনা হয়নি। তাঁরা কেবল সন্তান জন্মের পর একটি মাত্র পোস্ট করে সুখবর জানিয়েছেন। সেই পোস্টে ছিল সিংহ, সিংহী এবং তাদের শাবকের একটি প্রতীকী ছবি।

কিন্তু, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবি এবং ভিডিয়ো ভুয়ো। কারণ আলিয়া-রণবীরের তরফে তাঁদের সন্তানের কোনও ছবি এখনও প্রকাশ্যে আনা হয়নি। তাঁরা কেবল সন্তান জন্মের পর একটি মাত্র পোস্ট করে সুখবর জানিয়েছেন। সেই পোস্টে ছিল সিংহ, সিংহী এবং তাদের শাবকের একটি প্রতীকী ছবি।

ছবি: সংগৃহীত।

১১ ২৩
শুধু ছবি নয়, আলিয়া মেয়ের কী নাম রেখেছেন, তা নিয়েও নানা রটনা ছড়িয়েছে নেটমাধ্যমে। অতীতে অভিনেত্রীর নানা ইঙ্গিতের কথা মনে করে মেয়ের নাম আন্দাজ করে নিয়েছেন অনেকে। সমাজমাধ্যমে তা-ই সদ্যোজাতর আসল নাম হিসাবে প্রচার করা হয়েছে।

শুধু ছবি নয়, আলিয়া মেয়ের কী নাম রেখেছেন, তা নিয়েও নানা রটনা ছড়িয়েছে নেটমাধ্যমে। অতীতে অভিনেত্রীর নানা ইঙ্গিতের কথা মনে করে মেয়ের নাম আন্দাজ করে নিয়েছেন অনেকে। সমাজমাধ্যমে তা-ই সদ্যোজাতর আসল নাম হিসাবে প্রচার করা হয়েছে।

ছবি: সংগৃহীত।

১২ ২৩
কেউ কেউ বলছেন, আলিয়া-রণবীরের মেয়ের নাম রাখা হয়েছে ‘আলমা’। প্রায় সাড়ে চার বছর আগে ‘গল্লি বয়’ ছবির প্রচারের সময় একটি অনুষ্ঠানে এক খুদে প্রতিযোগীকে তাঁর নামের বানান বলতে বললে, সে আলমা সম্বোধন করে আলিয়াকে।

কেউ কেউ বলছেন, আলিয়া-রণবীরের মেয়ের নাম রাখা হয়েছে ‘আলমা’। প্রায় সাড়ে চার বছর আগে ‘গল্লি বয়’ ছবির প্রচারের সময় একটি অনুষ্ঠানে এক খুদে প্রতিযোগীকে তাঁর নামের বানান বলতে বললে, সে আলমা সম্বোধন করে আলিয়াকে।

ছবি: সংগৃহীত।

১৩ ২৩
সেই সময় মজার ছলেই আলিয়া বলেছিলেন, ‘‘আমার মেয়ে হলে আমি এই নামটা রাখব।’’ সেই থেকে অনেকে ধরে নিয়েছেন এটাই তাঁদের মেয়ের নাম।

সেই সময় মজার ছলেই আলিয়া বলেছিলেন, ‘‘আমার মেয়ে হলে আমি এই নামটা রাখব।’’ সেই থেকে অনেকে ধরে নিয়েছেন এটাই তাঁদের মেয়ের নাম।

ছবি: সংগৃহীত।

১৪ ২৩
এর পর ‘গঙ্গুবাঈ’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তাঁর মেয়ে হলে তিনি নাম রাখবেন ‘আইরা’। এই নাম তাঁর পছন্দ। অভিনেত্রীর কথা অনুযায়ী, এই নামটি তাঁর রণবীরের নামের প্রথম অক্ষর নিয়ে তৈরি। রবিবারের পর থেকে খবর রটে যায়, আলিয়ার মেয়ের নাম রাখা হয়েছে আইরা।

এর পর ‘গঙ্গুবাঈ’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তাঁর মেয়ে হলে তিনি নাম রাখবেন ‘আইরা’। এই নাম তাঁর পছন্দ। অভিনেত্রীর কথা অনুযায়ী, এই নামটি তাঁর রণবীরের নামের প্রথম অক্ষর নিয়ে তৈরি। রবিবারের পর থেকে খবর রটে যায়, আলিয়ার মেয়ের নাম রাখা হয়েছে আইরা।

ছবি: সংগৃহীত।

১৫ ২৩
কপূর পরিবার সদ্যোজাতর নাম সম্পর্কে মুখে কুলুপ এঁটেছে। হাসপাতালে আলিয়াকে দেখে বেরোনোর পর রণবীরের মা নীতু কপূরকে জিজ্ঞাসা করা হয়েছিল, মেয়ের কী নাম রাখা হয়েছে? প্রশ্ন শুনে নীতু সটান বলেন, ‘‘এখন না।’’

কপূর পরিবার সদ্যোজাতর নাম সম্পর্কে মুখে কুলুপ এঁটেছে। হাসপাতালে আলিয়াকে দেখে বেরোনোর পর রণবীরের মা নীতু কপূরকে জিজ্ঞাসা করা হয়েছিল, মেয়ের কী নাম রাখা হয়েছে? প্রশ্ন শুনে নীতু সটান বলেন, ‘‘এখন না।’’

ছবি: সংগৃহীত।

১৬ ২৩
মা এবং সন্তান দু’জনের সুস্থ, সুন্দর রয়েছে, জানান নীতু। তাঁকে আরও প্রশ্ন করা হয়েছিল, আলিয়া-রণবীরের মেয়েকে কার মতো দেখতে হয়েছে? নীতু জানান, এখনই তা বলা যাচ্ছে না। কারণ তাঁদের পরিবারের নতুন অতিথি এখনও খুবই ছোট।

মা এবং সন্তান দু’জনের সুস্থ, সুন্দর রয়েছে, জানান নীতু। তাঁকে আরও প্রশ্ন করা হয়েছিল, আলিয়া-রণবীরের মেয়েকে কার মতো দেখতে হয়েছে? নীতু জানান, এখনই তা বলা যাচ্ছে না। কারণ তাঁদের পরিবারের নতুন অতিথি এখনও খুবই ছোট।

ছবি: সংগৃহীত।

১৭ ২৩
এ দিকে, মেয়েকে কোলে নিয়ে আবেগ সামলাতে পারেননি বাবা রণবীর। ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি কেঁদে ফেলেছেন। তাঁকে এত খুশি আগে দেখা যায়নি বলেও জানাচ্ছেন ঘনিষ্ঠরা।

এ দিকে, মেয়েকে কোলে নিয়ে আবেগ সামলাতে পারেননি বাবা রণবীর। ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি কেঁদে ফেলেছেন। তাঁকে এত খুশি আগে দেখা যায়নি বলেও জানাচ্ছেন ঘনিষ্ঠরা।

ছবি: সংগৃহীত।

১৮ ২৩
রণবীর নাকি একরত্তি মেয়েকে কোলে নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। মনে হচ্ছিল, তিনি যেন এক লহমায় বদলে গিয়েছেন। হয়ে উঠেছেন অন্য মানুষ।

রণবীর নাকি একরত্তি মেয়েকে কোলে নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। মনে হচ্ছিল, তিনি যেন এক লহমায় বদলে গিয়েছেন। হয়ে উঠেছেন অন্য মানুষ।

ছবি: সংগৃহীত।

১৯ ২৩
সামনের মার্চ মাসে আলিয়ার ৩০তম জন্মদিন। বোন আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে সেই সময় দিদি শাহিন ভট্ট বলেন, ‘‘এ বছর বোনের ৩০তম জন্মদিনে খুবই ধুমধাম হবে!’’

সামনের মার্চ মাসে আলিয়ার ৩০তম জন্মদিন। বোন আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে সেই সময় দিদি শাহিন ভট্ট বলেন, ‘‘এ বছর বোনের ৩০তম জন্মদিনে খুবই ধুমধাম হবে!’’

ছবি: সংগৃহীত।

২০ ২৩
নবজাতকের জন্য নার্সারি গোছানো থেকে শুরু করে বাড়ি সাজানো সবই সারা। এখন শুধু অপেক্ষা নবজাতকের বাড়িতে প্রথম পা রাখার।

নবজাতকের জন্য নার্সারি গোছানো থেকে শুরু করে বাড়ি সাজানো সবই সারা। এখন শুধু অপেক্ষা নবজাতকের বাড়িতে প্রথম পা রাখার।

ছবি: সংগৃহীত।

২১ ২৩
আলিয়ার ভাই রাহুল ভট্ট এখনও সদ্যোজাতকে দেখতে পাননি। তবে বোনের মা হওয়ার খবরে উচ্ছ্বসিত তিনিও। বলেছেন, ‘‘আমি প্রচণ্ড খুশি। আমি বাচ্চাটিকে এখনও দেখতে পাইনি। তবে আমার এটা ভেবেই ভাল লাগছে যে, বাচ্চা এবং মা দু’জনেই সুস্থ আছে। এটাই সবচেয়ে বেশি জরুরি।’’

আলিয়ার ভাই রাহুল ভট্ট এখনও সদ্যোজাতকে দেখতে পাননি। তবে বোনের মা হওয়ার খবরে উচ্ছ্বসিত তিনিও। বলেছেন, ‘‘আমি প্রচণ্ড খুশি। আমি বাচ্চাটিকে এখনও দেখতে পাইনি। তবে আমার এটা ভেবেই ভাল লাগছে যে, বাচ্চা এবং মা দু’জনেই সুস্থ আছে। এটাই সবচেয়ে বেশি জরুরি।’’

ছবি: সংগৃহীত।

২২ ২৩
আলিয়া-রণবীরের একরত্তি মেয়েকে নিয়ে কপূর এবং ভট্ট পরিবারে এখন রীতিমতো উৎসবের আমেজ। তবে অনুরাগীদের জন্য এখনও মেয়ের নাম বা ছবি কোনওটাই তাঁরা প্রকাশ্যে আনেননি। আপাতত সেই অপেক্ষায় দিন গুনছে বলিউড।

আলিয়া-রণবীরের একরত্তি মেয়েকে নিয়ে কপূর এবং ভট্ট পরিবারে এখন রীতিমতো উৎসবের আমেজ। তবে অনুরাগীদের জন্য এখনও মেয়ের নাম বা ছবি কোনওটাই তাঁরা প্রকাশ্যে আনেননি। আপাতত সেই অপেক্ষায় দিন গুনছে বলিউড।

ছবি: সংগৃহীত।

২৩ ২৩
চলতি বছর ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর-আলিয়া। তার পর জুন মাসে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন আলিয়া।

চলতি বছর ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর-আলিয়া। তার পর জুন মাসে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন আলিয়া।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি