Manoj Bajpayee

এক কোটির গাড়ি, রিয়্যাল এস্টেটে বিপুল বিনিয়োগ... চোখ ধাঁধাঁনো সম্পত্তি ‘ফ্যামিলি ম্যান’-এর

‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর সর্দার খান হোক অথবা ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর শ্রীকান্ত তিওয়ারি— অভিনয় দিয়ে মুগ্ধ করা মনোজ বাজপেয়ী প্রায় ১৫৯ কোটি টাকার মালিক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৮
০১ ১৫
‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর সর্দার খান হোক অথবা ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর শ্রীকান্ত তিওয়ারি—এক দশকেরও বেশি সময় ধরে দর্শক মহলের মন জিতে আসছেন মনোজ বাজপেয়ী। বড় পর্দা হোক বা ওয়েব সিরিজ— সব চরিত্র নিপুণ ভাবে ফুটিয়ে তুলতে দক্ষ এই অভিনেতা বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির উপার্জনের শীর্ষে থাকা তারকাদের মধ্যে অন্যতম।

‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর সর্দার খান হোক অথবা ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর শ্রীকান্ত তিওয়ারি—এক দশকেরও বেশি সময় ধরে দর্শক মহলের মন জিতে আসছেন মনোজ বাজপেয়ী। বড় পর্দা হোক বা ওয়েব সিরিজ— সব চরিত্র নিপুণ ভাবে ফুটিয়ে তুলতে দক্ষ এই অভিনেতা বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির উপার্জনের শীর্ষে থাকা তারকাদের মধ্যে অন্যতম।

০২ ১৫
সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, মনোজ ২০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১৫৯ কোটি টাকা) সম্পত্তির মালিক।

সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, মনোজ ২০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১৫৯ কোটি টাকা) সম্পত্তির মালিক।

০৩ ১৫
মুম্বইয়ের অন্ধেরিতে ‘ওবেরয় স্প্রিংস’-এ একটি বিলাসবহুল বাড়িতে পরিবার-সহ থাকেন অভিনেতা। তিন বেডরুমবিশিষ্ট এই বাড়িটির মূল্য কোটির গুণিতকে।

মুম্বইয়ের অন্ধেরিতে ‘ওবেরয় স্প্রিংস’-এ একটি বিলাসবহুল বাড়িতে পরিবার-সহ থাকেন অভিনেতা। তিন বেডরুমবিশিষ্ট এই বাড়িটির মূল্য কোটির গুণিতকে।

Advertisement
০৪ ১৫
মুম্বইয়ের বেলওয়া এলাকাতেও একটি বাড়ি রয়েছে মনোজের। এ ছাড়াও রিয়্যাল এস্টেটে বিপুল বিনিয়োগ করেছেন তিনি।

মুম্বইয়ের বেলওয়া এলাকাতেও একটি বাড়ি রয়েছে মনোজের। এ ছাড়াও রিয়্যাল এস্টেটে বিপুল বিনিয়োগ করেছেন তিনি।

০৫ ১৫
ছবি প্রতি পাঁচ থেকে ছ’কোটি টাকা পারিশ্রমিক পান অভিনেতা।

ছবি প্রতি পাঁচ থেকে ছ’কোটি টাকা পারিশ্রমিক পান অভিনেতা।

Advertisement
০৬ ১৫
ছবি ছাড়াও নামী ব্র্যান্ডে প্রচারের মুখ তিনি। বিভিন্ন বিজ্ঞাপনেও অভিনয় করে উপার্জন করেন মনোজ। সূত্রের খবর, বিজ্ঞাপন প্রতি ৫০ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত উপার্জন করেন তিনি।

ছবি ছাড়াও নামী ব্র্যান্ডে প্রচারের মুখ তিনি। বিভিন্ন বিজ্ঞাপনেও অভিনয় করে উপার্জন করেন মনোজ। সূত্রের খবর, বিজ্ঞাপন প্রতি ৫০ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত উপার্জন করেন তিনি।

০৭ ১৫
তবে, অভিনেতার শখ রয়েছে সংগ্রহে নামী ব্র্যান্ডের গাড়ি রাখার। তাঁর বাড়ির গ্যারেজে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বহুমূল্য গাড়ি। কোনও কোনও গাড়ি আবার অভিনেতা নিজের ইচ্ছে মতো সাজিয়েছেন।

তবে, অভিনেতার শখ রয়েছে সংগ্রহে নামী ব্র্যান্ডের গাড়ি রাখার। তাঁর বাড়ির গ্যারেজে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বহুমূল্য গাড়ি। কোনও কোনও গাড়ি আবার অভিনেতা নিজের ইচ্ছে মতো সাজিয়েছেন।

Advertisement
০৮ ১৫
তাঁর সংগ্রহে যে গাড়িগুলি রয়েছে সেগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে মার্সিডিজ। এই গাড়িটি ২০২১ সালের অগস্ট মাসে কিনেছেন অভিনেতা।

তাঁর সংগ্রহে যে গাড়িগুলি রয়েছে সেগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে মার্সিডিজ। এই গাড়িটি ২০২১ সালের অগস্ট মাসে কিনেছেন অভিনেতা।

০৯ ১৫
সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, এই গাড়িটির মূল্য ১ কোটি ২৭ লক্ষ টাকা।

সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, এই গাড়িটির মূল্য ১ কোটি ২৭ লক্ষ টাকা।

১০ ১৫
মার্সিডিজ গাড়িটির মডেলের নাম মার্সিডিজ বেনজ জিএলএস ৪০০ডি ৪ম্যাটিক। এই গাড়িটি মাত্র পাঁচ সেকেন্ডে ১০০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে পৌঁছতে পারে।

মার্সিডিজ গাড়িটির মডেলের নাম মার্সিডিজ বেনজ জিএলএস ৪০০ডি ৪ম্যাটিক। এই গাড়িটি মাত্র পাঁচ সেকেন্ডে ১০০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে পৌঁছতে পারে।

১১ ১৫
এই গাড়িতে আলাদা করে স্পিচ রিকগনিশন, পার্কিংয়ের জন্য ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং টাচ কন্ট্রোল বাটন লাগানো হয়েছে।

এই গাড়িতে আলাদা করে স্পিচ রিকগনিশন, পার্কিংয়ের জন্য ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং টাচ কন্ট্রোল বাটন লাগানো হয়েছে।

১২ ১৫
মনোজের সংগ্রহে রয়েছে ল্যান্ড ক্রুসার প্রাডো। এই গাড়িটির মূল্য এক কোটি টাকা। ১০০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে পৌঁছতে এই গাড়িটির ১২ সেকেন্ড সময় লাগে।

মনোজের সংগ্রহে রয়েছে ল্যান্ড ক্রুসার প্রাডো। এই গাড়িটির মূল্য এক কোটি টাকা। ১০০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে পৌঁছতে এই গাড়িটির ১২ সেকেন্ড সময় লাগে।

১৩ ১৫
অভিনেতার সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়ি। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, ৫৫ লক্ষ টাকা দিয়ে এই গাড়িটি কিনেছেন মনোজ।

অভিনেতার সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়ি। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, ৫৫ লক্ষ টাকা দিয়ে এই গাড়িটি কিনেছেন মনোজ।

১৪ ১৫
টয়োটারও একটি গাড়ি রয়েছে মনোজের সংগ্রহে। এই ব্র্যান্ডের যে মডেলের গাড়ি তিনি কিনেছেন তা হল টয়োটা ফরচুনার। এই গাড়িটির মূল্য ৩৫ লক্ষ টাকা।

টয়োটারও একটি গাড়ি রয়েছে মনোজের সংগ্রহে। এই ব্র্যান্ডের যে মডেলের গাড়ি তিনি কিনেছেন তা হল টয়োটা ফরচুনার। এই গাড়িটির মূল্য ৩৫ লক্ষ টাকা।

১৫ ১৫
এ ছাড়াও ১৫ লক্ষ টাকা মূল্যের একটি মহিন্দ্রা স্করপিও রয়েছে মনোজের সংগ্রহে।

এ ছাড়াও ১৫ লক্ষ টাকা মূল্যের একটি মহিন্দ্রা স্করপিও রয়েছে মনোজের সংগ্রহে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি