China New Weapon

অস্ত্র তৈরিতে দেদার টোকাটুকি, ‘নকলনবিশ’ চিনের জোড়া হাতিয়ার নিয়ে চিন্তা বাড়ছে বিশ্বের

আমেরিকার বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ এবং যুদ্ধবিমান ‘এফ ৩৫’-এর আদলে তৈরি ‘এইচকিউ-১৯’ ও ‘জে-৩৫এ’-কে এ বার দুনিয়ার সামনে আনতে চাইছে চিন। বেজিংয়ের নতুন অস্ত্র ঘিরে কোথায় ভয় নয়াদিল্লির?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১২:২৯
০১ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

অস্ত্রের বাজারে ফের আমেরিকাকে কড়া টক্কর। গোটা দুনিয়ার সামনে ক্ষমতা জাহির করতে এ বার নতুন ‘বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা’কে (এয়ার ডিফেন্স সিস্টেম) প্রকাশ্যে আনছে চিন। যার সঙ্গে ইতিমধ্যেই ওয়াশিংটনের তৈরি ‘থাড’-এর (টার্মিনাল হাই অলটিচ্যুড এরিয়া ডিফেন্স) সঙ্গে তুলনা টানা শুরু হয়েছে। বেজিংয়ের নয়া হাতিয়ার নিয়ে দিল্লির কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

০২ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

চলতি বছরের ১২ নভেম্বর থেকে চিনের গুয়াংডং প্রদেশের সেনাঘাঁটিতে শুরু হচ্ছে পঞ্চদশ ঝুহাই এয়ারশো। সেখানে শক্তি প্রদর্শন করবে পিপল্‌স লিবারেশন আর্মি (পিএনএ)। যা চলবে এ মাসের ১৭ তারিখ পর্যন্ত। ওই এয়ারশোতেই লালফৌজ অত্যাধুনিক বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ্যে আনতে চলেছে বলে সূত্র মারফত মিলেছে খবর।

০৩ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

ড্রাগনল্যান্ডের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, এ বারের এয়ারশোর মূল আকর্ষণ হতে যাচ্ছে ‘এইচকিউ-১৯’ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যা যুদ্ধের সময়ে একাধিক স্তরের আক্রমণ ঠেকাতে ব্যবহার করা যাবে বলে দাবি করেছে চিন। যা নিয়ে সন্দিহান আমেরিকা-সহ পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ।

Advertisement
০৪ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

বেজিংয়ের এই নতুন হাতিয়ার নিয়ে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) চাঞ্চল্যকর পোস্ট করেছেন পিএলএ গবেষক রিক জো। তাঁর কথায়, ‘‘ড্রাগন সেনা অস্ত্রটি সম্পর্কে যা যা দাবি করেছে, তার সবটা সত্যি হলে, এটি কৌশলগত দিক থেকে চিনকে অনেকটা এগিয়ে দেবে। তবে এর সঙ্গে আমেরিকার থাড বা রাশিয়ার ‘এস-৪০০ ট্রায়াম্ফ’-এর মতো অতিশক্তিশালী বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার তুলনা টানা যায় কি না, তা স্পষ্ট নয়।’’

০৫ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

গ্লোবাল টাইমস সূত্রে খবর, ২০২১ সালে প্রথম বার এইচকিউ ১৯ অ্যান্টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রর পরীক্ষা করে চিন। ২০২০-’২১ আর্থিক বছরে প্রকাশিত আমেরিকার প্রতিরক্ষা মূল্যায়ণ দফতরের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এই হাতিয়ার ব্যবহার করছে পিএলএ। যদিও সরকারি ভাবে এই নিয়ে বেজিংয়ের তরফে কিছু বলা হয়নি।

Advertisement
০৬ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

সমর বিশেষজ্ঞদের কথায়, বায়ুমণ্ডলের বাইরের দিক থেকে ধেয়ে আসা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র চিহ্নিত করে তা মাঝ আকাশেই ধ্বংস করতে পারে এইচকিউ-১৯। এতে রয়েছে উন্নত রাডার। আমেরিকার থাড বা রাশিয়ার এস ৪০০-র মতোই এতে রয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র। তবে এটির সম্পর্কে বিস্তারিত তথ্য সেখানে পাওয়া যায়নি।

০৭ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

পশ্চিমি সংবাদমাধ্যমগুলির একাংশের দাবি, নতুন এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাটির মাধ্যমে হাজার থেকে তিন হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করতে পারবে ড্রাগন সেনা। এতে সম্ভবত ‘হিট টু কিল’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আমেরিকান থাডে রয়েছে।

Advertisement
০৮ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

কী এই হিট টু কিল প্রযুক্তি? বিশেষজ্ঞেরা জানিয়েছেন, এতে শত্রুর ছোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা গেলে এইচকিউ-১৯ থেকে উড়ে যাবে একটি ক্ষেপণাস্ত্র। যা ওই আগত ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংঘর্ষ ঘটাবে এবং তাকে ধ্বংস করবে। এই প্রযুক্তিতে নির্ভুল ভাবে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব। যা এর কার্যকারিতাকে বাড়িয়ে দিয়েছে।

০৯ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

২০০৮ সালে আমেরিকান সেনাবাহিনীর হাতে আসে থাড। এর নির্মাণকারী সংস্থা হল ‘লকহিড মার্টিন মিসাইলস্‌ অ্যান্ড ফায়ার কন্ট্রোল’। স্বল্প, মাঝারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করে তা মাঝ আকাশে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে থাডের। যা নকল করে এইচকিউ-১৯ বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা বেজিং তৈরি করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

১০ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

চলতি বছরের অক্টোবরে হামাস-হিজ়বুল্লা-হুথি এবং ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইজ়রায়েলের হাতে থাড তুলে দেয় ওয়াশিংটন। এটি পরিচালনার জন্য ইহুদি ভূমিতে সৈনিকও পাঠিয়েছেন তারা। থাড চলে আসার পর নতুন করে ইজ়রায়েলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সাহস পায়নি তেহরান।

১১ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

বর্তমানে রাশিয়ার তৈরি এস-৪০০ বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে পিএলএ। এর ৪০০ কিলোমিটার ব্যাসার্ধে ছোট-বড় যে কোনও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষমতা রয়েছে। এস ৪০০-এ রয়েছে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (সার্ফেস টু এয়ার মিসাইল বা এসএএম)। যার সঙ্গে এইচকিউ ১৯-এর ক্ষেপণাস্ত্রগুলির যথেষ্ট পার্থক্য রয়েছে।

১২ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

গত কয়েক বছরে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত। যার মধ্যে রয়েছে শব্দের চেয়ে গতিশীল ‘ব্রহ্মস’ এবং প্রায় পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫’। যা চিনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল।

১৩ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

সূত্রের খবর, বর্তমানে শব্দের চেয়ে ছ’গুণ বা তার চেয়ে গতিশীল ক্ষেপণাস্ত্র তৈরির দিকে মন দিয়েছে নয়াদিল্লি। কিছু দিনের মধ্যেই যার পরীক্ষা করতে পারে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘ডিআরডিও’। এই পরিস্থিতিতে বেজিংয়ের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা নিঃসন্দেহে ভারতীয় সেনার চিন্তা বাড়িয়েছে।

১৪ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

তবে এর উল্টো যুক্তিও রয়েছে। সমর বিশারদদের আর এক অংশের দাবি, চিনের নতুন বায়ু প্রতিরোধ ব্যবস্থা এখনও পর্যন্ত কোনও যুদ্ধে ব্যবহার হয়নি। ফলে তা ব্রহ্মস বা অগ্নির মতো ক্ষেপণাস্ত্রকে আদৌ আটকাতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

১৫ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

এইচকিউ-১৯ ছাড়াও ঝুহাই এয়ারশোতে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘জে-৩৫এ’ ওড়াবে পিএলএ। এই শোয়ের মাধ্যমেই এই যুদ্ধবিমানকে প্রথম বার সর্বসমক্ষে আনতে চলেছে বেজিং। যার আকৃতির সঙ্গে আমেরিকার তৈরি এফ-৩৫ যুদ্ধবিমানের যথেষ্ট মিল রয়েছে।

১৬ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

পশ্চিমি সংবাদমাধ্যমগুলির দাবি, লকহিড মার্টিনের তৈরি এফ ৩৫ নকল করেই জে-৩৫এ বানিয়েছে বেজিং। গত এক বছর ধরে চলা পশ্চিম এশিয়ার যুদ্ধে আমেরিকার এই লড়াকু বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এর সাহায্যেই ইরানে ঢুকে হামলা চালিয়েছে ইহুদি ফৌজ।

১৭ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

ড্রাগন সেনার জন্য ঘরের মাটিতে তৈরি প্রথম স্টেলথ যুদ্ধবিমানের নাম ‘এফসি-৩১’ রেখেছিল চিন। পরবর্তী কালে সেই নাম বদল করে জে-৩৫ রাখা হয়। এগুলি আমেরিকার তৈরি এফ ৩৫-এর তুলনায় অনেক সস্তা। আর তাই বিদেশের বাজারে তা বিক্রির পরিকল্পনা রয়েছে বেজিংয়ের।

১৮ ১৮
China going to launch HQ 19 missile defence system and J 35A fighter jet is it threat for India

অন্য দিকে দীর্ঘ দিন ধরেই যুদ্ধবিমানের স্বল্পতায় ভুগছে ভারতীয় বায়ুসেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, যা মেটাতে দ্রুত ১১৪টি লড়াকু বিমান কেনার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তেজস’-এর নতুন ভ্যারিয়েন্ট নির্মাণের উপরেও জোর দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি