Anna and Lucy identical twin sisters

পেশা, পোশাক, শোয়ার ঘর থেকে প্রেমিক, সবই এক! একসঙ্গে মা-ও হতে চান যমজ বোন

৩৫ বছরের লুসি ও আনা মনে করেন, তাঁরা বিশ্বের সেরা ও অভিন্ন যমজ জুটি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৪:০১
০১ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

দুই বোন যেন একে অপরের প্রতিচ্ছবি। পাশাপাশি দু’জনকে দেখলে আলাদা করে চেনাও মুশকিল। একই আদল, একই চেহারা।

০২ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

অস্ট্রেলিয়ার বাসিন্দা যমজ বোন আনা ও লুসি ডিসিঙ্ক। দুই বোনের জীবন যেন একই সুতোয় বাঁধা। একে অন্যের সঙ্গে সব কিছুই ভাগ করে নিতে অভ্যস্ত লুসি ও আনা, এমনকি নিজেদের প্রেমিককেও।

০৩ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

১১ বছর ধরে এক জনের সঙ্গেই ডেট করেছেন দুই বোন। প্রেমিকের নাম বেন বায়ার্ন। এক জন পুরুষকে ভাগ করে নিতে কোনও অসুবিধা হয় না তাঁদের। এমনকি এক দশক ধরে ডেট করার পর দুই বোনকে একসঙ্গে বাগ্‌দানের প্রস্তাব দেন বেন।

Advertisement
০৪ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

৩৫ বছরের লুসি ও আনা নিজেদের বিশ্বের সেরা ও অভিন্ন যমজ জুটি বলে মনে করেন। তাঁরা ছোট থেকে একই পোশাক পরেন। দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করতে দু’জনেই একই ধরনের অস্ত্রোপচার করেছেন।

০৫ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

মজার বিষয় হল, একে অপরকে ছেড়ে তাঁরা থাকতে পারেন না। তাই একই বিছানায় ঘুমোন দুই বোন। দু’জনের জন্য একই খাবার রান্না হয় বাড়িতে। এমনকি তাঁরা একই সময়ে পাশাপাশি দু’টি বাথরুমে ব্যবহার করেন। স্নানের সময়ও দুই বোনের এক।

Advertisement
০৬ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

আনা ও লুসির পেশাও এক। এক জন বেতন নিলেও অন্য জন স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন। টেলিভিশনের একটি অনুষ্ঠানে এসে যমজ বোনেরা জানান, দু’জনের শরীর আলাদা হলেও তাঁদের সত্তা অভিন্ন। কথা বলার সময়ও তাঁরা একে অপরের বাক্য সম্পূর্ণ করে দেন।

০৭ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

সমাজমাধ্যমে বেনের সঙ্গে আলাপ হয় আনা ও লুসির। বেনও যমজ সন্তান। তাঁর এক ভাই রয়েছে।

Advertisement
০৮ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

আলাপ হওয়ার প্রথম ছয় মাস বেন এক বোনের সঙ্গে ডেট করেন। ঘনিষ্ঠতা গড়ালে পরে বেন দুই বোনের চিন্তাভাবনাকে সমর্থন করতে শুরু করেন। একসঙ্গে তিন জন জীবন কাটানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করে একটি চুক্তি করেন। পরবর্তী কালে আনা ও লুসি দু’জনেরই প্রেমিক হিসাবে তাঁদের পার্‌থের বাড়িতে এসে থাকা শুরু করেন বেন।

০৯ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

দুই বোনের সঙ্গে একই বাড়িতে একই ঘরে দিন কাটানোর অভিজ্ঞতা কেমন? সেই অভিজ্ঞতার কথা খোলাখুলি সেই অনুষ্ঠানে জানিয়েছেন তিন জনই।

১০ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

বেন জানান, তিনি দুই বোনকেই সমান ভাবে ভালবাসেন। দুই বোনের সঙ্গেই সমান আচরণ করেন। তিন জনের শোয়ার ঘর একই। একই বিছানায় রাত কাটান যমজ বোন ও তাঁদের প্রেমিক।

১১ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

আনা ও লুসি জানিয়েছেন, তাঁরা দু’জনে এক জন পুরুষকেই ভালবাসতে চেয়েছিলেন কারণ তাঁরা কখনওই পরস্পরের থেকে আলাদা হতে চান না। প্রেমিকের ভালবাসা ভাগাভাগি হলেও তাঁদের নিজেদের বন্ধন অটুট থাকবে সারা জীবন, এই ভাবনা থেকে এক প্রেমিকের সঙ্গেই থাকেন দুই বোন।

১২ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

‘‘বেনের সঙ্গে সম্পর্কের মধ্যে কোনও ঈর্ষা নেই। যখন সে আনাকে চুমু খায়, তখন সে অবিলম্বে আমাকেও চুমু খায়’’— টিভি অনুষ্ঠানে এসে অকপটে জানান লুসি। বেনও দুই প্রেমিকা নিয়ে সন্তুষ্ট।

১৩ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

২০২১ সালে তাঁরা বাগ্‌দান পর্ব সেরে ফেললেও অস্ট্রেলিয়ার কড়া আইনের কারণে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেননি। অস্ট্রেলিয়ায় বহুবিবাহ আইনবিরুদ্ধ। বেনের কথায়, ‘‘অস্ট্রেলিয়ার আইন আমায় দু’জনকে বিয়ে করার অনুমতি দেয় না। তাই আমরা বিয়ে স্থগিত রেখেছি। এটি আমাদের জন্য সবচেয়ে বড় বাধা।’’

১৪ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

বিয়ের স্বপ্নপূরণ না হলেও দুই বোন একসঙ্গে গর্ভবতী হওয়ার ও একই সঙ্গে সন্তানের জন্ম দেওয়ার পরিকল্পনা করছেন। সেই ইচ্ছাতেও কিছুটা বাধা এসেছে। কারণ লুসির গর্ভধারণে কিছু জটিলতা রয়েছে। আনা জানিয়েছেন মাতৃত্বের স্বাদ তিনি একা নিতে চান না। দু’জনে একসঙ্গে মা হবেন, নয়তো হবেন না।

১৫ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

দুই বোন উপলব্ধি করেছেন, এই জীবন নিয়েই সুখী তাঁরা। এই জীবনের পরিবর্তন করতে চান না কেউই।

১৬ ১৬
Anna and Lucy are identical twin sisters share everything including a fiancé

লুসি ও আনা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘আমরা মনে করি আমরা এক ব্যক্তি। কখনওই আলাদা হতে চাই না। সারা জীবন এ ভাবেই বাঁচতে চাই। আমরা একসঙ্গে বুড়ি হতে চাই, একসঙ্গে মরতেও চাই।’’

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি