নতুন বছরের সূচনাতেই বলিপাড়ায় অভিষেক হতে চলেছে এক ঝাঁক তরুণ তুর্কির। প্রতি বছরই বলিউডে সেলেব পরিবার থেকে নতুন মুখের আগমন ঘটে। এঁদের মধ্যে অনেকেরই মা অথবা বাবা বিগত কয়েক দশক শাসন করে এসেছেন রুপোলি পর্দা।
এই প্রজন্মের বেশির ভাগ নায়ক-নায়িকাই গত প্রজন্মের কোনও না কোনও শিল্পীর সন্তান। আবার কারও গায়ে তারকাসন্তানের তকমা না থাকলেও কোনও না কোনও ভাবে ফিল্মি পরিবারের সঙ্গে যুক্ত তাঁরা। নতুন বছরে একরাশ প্রত্যাশা নিয়ে বলিউডে পা রাখতে চলেছেন একঝাঁক তারকাসন্তান বা তাঁদের আত্মীয়েরা।
দক্ষিণী চলচ্চিত্রের রমরমা ব্যবসার মধ্যে হাতে গোনা কয়েকটি ছবি ছাড়া কোনও বলিউডি সিনেমাই হালে পানি পায়নি গত বছর। ২০২৪-এর সবচেয়ে বড় হিট ছবি ‘পুষ্পা ২’-এর হিন্দি সংস্করণ। ‘স্ত্রী ২’, ‘ভুলভুলাইয়া ৩’-এর মতো ছবি অবশ্য ভাল ব্যবসা দিয়েছে বলিউডকে। তাই নতুন বছরে একরাশ প্রত্যাশা নিয়ে বড় পর্দায় হাতেখড়ি হতে চলেছে বলিউডের ফিল্মি পরিবারের সন্তানদের।
আসুন চোখ বুলিয়ে নেওয়া যাক সেই সব বহু চর্চিত নামগুলিতে যাঁদের উপর ভরসা করে আগামী দিনে বলিউডের প্রযোজকরা-পরিচালকেরা বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে চাইছেন। ক’জন তারকাসন্তানের নাম রয়েছে সেই তালিকায়?
বলিপাড়া সূত্রে খবর, নতুন বছরে একাধিক তারকাসন্তান পা রাখতে চলেছেন বড় পর্দায়। এই তালিকায় বলি অভিনেতা সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান থেকে শুরু করে রয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রবিনা টন্ডনের কন্যা রাশা থাডানি। তালিকায় রয়েছেন আরও অনেকে।
বলি অভিনেতা সইফ আলি খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের পুত্র ইব্রাহিম আলি খান। সইফ-অমৃতার কন্যা সারা আলি খান এখন বলিপাড়ার পরিচিত মুখ। তাঁর অভিষেকের প্রায় সাত বছর পর হিন্দি ফিল্মজগতে পা রাখতে চলেছেন সইফ-অমৃতার আর এক সন্তান।
বলিউডে সহকারি পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করেছেন ইব্রাহিম। কর্ণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে সহকারী পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছিল ইব্রাহিমকে। ‘সরজ়মিন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
দেশপ্রেমের উপর ভিত্তি করে তৈরি হওয়া এই সিনেমায় ইব্রাহিমের সহ-অভিনেতা হিসাবে দেখা যাবে কাজলকে। সিনেমাটির পরিচালক অভিনেতা বোমান ইরানির পুত্র কায়োজ় ইরানিকে। ২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে এই ছবিটির।
নব্বইয়ের দশকে জনপ্রিয় অভিনেত্রী রবিনা টন্ডনের কন্যাও রাশা থাডানিকেও নতুন বছরে দেখা যাবে বড় পর্দায়। অভিষেকের আগেই সমাজমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, ইতিমধ্যেই ঝুলিতে দু’টি ছবি পুড়ে ফেলেছেন রবিনা-কন্যা।
রাশা অভিনীত ‘আজ়াদ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জানুয়ারিতেই। অভিষেক কপূর পরিচালিত ছবিটিতে রাশার বিপরীতে দেখা যাবে অভিনেতা অজয় দেবগনের ভাগ্নে, অমন দেবগনকে। এই সিনেমায় অভিনয় করে বলিউডে পা রাখতে চলেছেন তিনিও। এই ছবিতে দেখা যাবে অজয় দেবগনকেও। ব্রিটিশ ভারতের পটভূমিতে তৈরি এই ছবিতে দেখা যাবে মামা-ভাগ্নে জুটিকে।
অভিনেত্রী জাহ্নবী কপূরের সঙ্গে শিখর পহাড়িয়ার সম্পর্ক নিয়ে ইদানীং সরগরম বলিউড। বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যায় তাঁদের সম্পর্কের গুঞ্জন। সেই শিখরের ভাই বীর পহাড়িয়া।
বলিপাড়া সূত্রে খবর, ‘স্কাই ফোর্স’ নামের একটি ছবির মাধ্যমে রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন বীর। তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিণ্ডের নাতিও বটে। ‘স্কাই ফোর্স’ ছবিতে অক্ষয় কুমার এবং সারা আলি খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বীরকে।
বাবা সঞ্জয় কপূর, কাকা অনিল কপূর, দিদি সোনম কপূর, দাদা অর্জুন কপূর। এ-হেন পারিবারিক বৃত্তে বেড়ে ওঠা শনায়া কপূরের অভিষেক যে বলিউডে আসন্ন তা অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। সঞ্জয় কপূর এবং মহীপ কপূরের কন্যা শানায়াকেও চলতি বছরে দেখা যাবে বড় পর্দায়।
অভিনেতা বিক্রান্ত মৌসীর সঙ্গে জুটি বেঁধে ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ ছবির সঙ্গে বলিউড কেরিয়ার শুরু করবেন শানায়া। প্রয়োজক-পরিচালক কর্ণ জোহরের প্রযোজনায় ‘বেধড়ক’ ছবিতে অভিনয় করার কথা শোনা গিয়েছিল সঞ্জয়-কন্যা শানায়ার। সেই ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি প্রযোজনা সংস্থা।
তা ছাড়া মালয়ালাম ভাষার ‘ভ্রুষভা’ সিনেমায় অভিনয় করছেন শনায়া। চলতি বছরেই এ সিনেমাটির মুক্তির কথা রয়েছে।
আসন্ন নবাগত তারকাদের তালিকায় রয়েছে আহান পাণ্ডের নামও। সম্পর্কে বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডের তুতো ভাই তিনি। বলিপাড়া সূত্রে খবর, যশরাজ ফিল্মসের সঙ্গে বর্তমানে কাজ করছেন তিনি। চলতি বছরেই আহানের ছবি মুক্তি পাওয়ার কথা।
একটি সিরিজ় পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন শাহরুখ খানের জ্যেষ্ঠপুত্র আরিয়ান খান। শাহরুখ-গৌরীর নিজস্ব প্রযোজনা সংস্থার আধীনে একটি সিরিজ় পরিচালনা করছেন আরিয়ান, নাম ‘স্টারডম’।
তারকাখচিত এই সিরিজ়ের পরিচালনার ভার কিং খানের পুত্রের উপরের ন্যস্ত হয়েছে। তাই পর্দার সামনে নয়, এ বছর ক্যামেরার পিছনে অভিষেক হতে চলেছ শাহরুখ পুত্র্রের।
সব ছবি: সংগৃহীত।