Land Scam in America

কর্মসূত্রে গৃহত্যাগ, ফিরে এসে চিকিৎসক দেখলেন বিক্রি হয়ে গিয়েছে তাঁর জমি, উঠেছে পেল্লায় বাড়িও!

ড্যানিয়েলের জন্ম আমেরিকার কানেকটিকাট প্রদেশের ফেয়ারফিল্ড শহরে। সেখানেই বেড়ে ওঠা এবং পড়াশোনা। কিন্তু চিকিৎসক হওয়ার পর পেশা সূত্রে দীর্ঘ দিন তিনি পরিবার নিয়ে অন্যত্র বসবাস করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৪ ১৫:২৯
০১ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

তাঁর পৈতৃক জায়গা তাঁরই ছদ্মবেশ ধারণ করে অন্যকে বিক্রি করে দিয়েছেন এক প্রতারক! শুধু তা-ই নয়, সেই জায়গায় পেল্লায় এক বাড়িও প্রায় তৈরি হয়ে এসেছে। পাঁচ বছর পর বাড়ি ফিরে সব দেখেশুনে হতভম্ব হয়ে যান আমেরিকার এক চিকিৎসক। ওই চিকিৎসকের নাম ড্যানিয়েল কেনিগসবার্গ।

০২ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

ড্যানিয়েলের জন্ম আমেরিকার কানেকটিকাট প্রদেশের ফেয়ারফিল্ড শহরে। সেখানেই বেড়ে ওঠা এবং পড়াশোনা। কিন্তু চিকিৎসক হওয়ার পর পেশার সূত্রে দীর্ঘ দিন তিনি পরিবার নিয়ে অন্যত্র বসবাস করেন। যদিও বাবা-মা বহু দিন থাকতেন ফেয়ারফিল্ডেই।

০৩ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

কয়েক বছর পর বাবা মারা যান। ২০০৭ সালে মায়ের মৃত্যুর পর ফেয়ারফিল্ডের ৩২ কাঠা জমির মালিক হন ড্যানিয়েল। যার মধ্যে ছিল বাড়ি এবং বাড়ি লাগোয়া বিশাল জমি।

Advertisement
০৪ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

ড্যানিয়েলের বাবা ন্যাথানিয়েল এবং মা এস্টার সেই জমি কিনে সামান্য অংশে বাড়ি তৈরি করেছিলেন। বাকি জমির কিছুটা জুড়ে ছিল বাগান। বাকি অংশ ফাঁকাই পড়ে ছিল। তাঁদের মৃত্যুর পর ওই জায়গায় গাছগাছড়া গজিয়ে ওঠে।

০৫ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

মায়ের মৃত্যুর পর বছরে এক-দু’বার করে ফেয়ারফিল্ড যেতেন ড্যানিয়েল। তবে ২০১১ সালে পৈতৃক বাড়ি বিক্রি করে দেন তিনি। যদিও বাড়ি লাগোয়া জমি বিক্রি করেননি। সাড়ে তিন লক্ষ ডলার মূল্যের ওই জমি সন্তানকে দিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন।

Advertisement
০৬ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

বাড়ি বিক্রির পর ড্যানিয়েলের ফেয়ারফিল্ডে যাওয়া কমে। ২০১৭ থেকে ২০২২ সালের পর্যন্ত তিনি এক বারও সেখানে যাননি।

০৭ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

২০২২ সালের অগস্টে ড্যানিয়েলের ওই জমি তাঁর অজান্তেই বিক্রি হয়ে যায়। কেউ তাঁর ছদ্মবেশে সম্পত্তির ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ স্থানীয় এক সলিসিটরকে দিয়ে দেন এবং ওই জমি বিক্রির জন্য এক রিয়েল এস্টেট সংস্থাকে বিক্রি করে দিতে বলেন।

Advertisement
০৮ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

২০২২-এর অক্টোবরে ওই সংস্থা সাড়ে তিন লক্ষ ডলারের বিনিময়ে সেই জমি কিনে নেয়। এর কয়েক মাস পরে, একটি নির্মাণ সংস্থা ওই জমিতে বিশাল বাড়িও তৈরি করতে শুরু করে।

০৯ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

চার হাজার বর্গফুটের বাড়িটি তৈরির আগেই ২০২৩ সালের মার্চ মাসে ১৪ লক্ষ ৭৫ হাজার ডলারে বিক্রি হয়ে যায়। তবে পুরো বিষয়টি তখনও ছিল ড্যানিয়ালের অজ্ঞাতে।

১০ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

বিষয়টি ড্যানিয়েলের গোচরে আসে ২০২৩-এর মে মাসে। তাঁর স্কুল জীবনের এক বন্ধু তাঁকে সেই খবর দেন। তড়িঘ়ড়ি ফেয়ারফিল্ডে যান ড্যানিয়েল। তাঁর জমিতে বাড়ি তৈরি হচ্ছে দেখে কার্যত হতভম্ব হয়ে যান।

১১ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

সঙ্গে সঙ্গে এক জন আইনজীবী নিয়োগ করে বিষয়টি খতিয়ে দেখতে বলেন ড্যানিয়েল। কে তাঁর সই এবং পরিচয় নকল করে এই কাণ্ড ঘটিয়েছেন তা-ও খুঁজে বার করতে বলেন।

১২ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

এর পরেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে। তদন্ত করে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ড্যানিয়েলের ভুল জন্মদিন, ছবি এবং ঠিকানা দিয়ে তাঁর নামে একটি জাল পাসপোর্ট তৈরি করেছিলেন।

১৩ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

এর পর ওই ব্যক্তি ড্যানিয়েলের সই জাল করে কানেকটিকাটের আইনজীবী অ্যান্টনি মোনেলিকে ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ দিয়ে দেন এবং বিক্রি করে দেওয়ার কথা বলেন।

১৪ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

তবে সঠিক মালিকের কাছ থেকে সম্পত্তি কেনেনি জেনে ওই রিয়েল এস্টেট সংস্থা বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেয়। ড্যানিয়েলকে জমিও ফেরত দিয়ে দেওয়া হয়। ওই সংস্থা জানায়, সমস্ত কাগজপত্র এত নিখুঁত ছিল যে, তা ভুয়ো বলে সন্দেহ করার অবকাশ ছিল না।

১৫ ১৫
American doctor’s land sold by scammer without his knowledge

গত বছর থেকে ড্যানিয়েলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি