বছর শেষে আবার বিয়ের সানাই টিনসেল নগরীতে। ৪ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলি অভিনেত্রী হংসিকা মোতওয়ানি।
ছবি: ইনস্টাগ্রাম
৪৫০ বছরের পুরনো জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে ডেস্টিনেশন ওয়েডিং করছেন হংসিকা।
ছবি: ইনস্টাগ্রাম
মুম্বইয়ের ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সঙ্গে চারহাত এক করতে চলেছেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম
৪ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। মেহন্দি এবং গায়েহলুদের অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই ইনস্টাগ্রামে প্রকাশ্যে এসেছে।
ছবি: ইনস্টাগ্রাম
২ তারিখ মেহন্দির অনুষ্ঠান ছিল হংসিকার। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিঠাট্টায় মেতেছিলেন তিনি। অভিনেত্রীর পরনে ছিল কমলা এবং হলুদ রঙের একটি শারারা।
ছবি: ইনস্টাগ্রাম
গায়েহলুদের অনুষ্ঠানে হংসিকা-সোহেল জুটিকে দেখা গেল ফ্লোরাল প্রিন্টের সাদা রঙের পোশাকে।
ছবি: ইনস্টাগ্রাম
অনুষ্ঠানের সাজসজ্জায় আধুনিক ভাবধারার সঙ্গে সাবেকিয়ানার ছাপও ফুটে উঠেছে। কানাঘুষো শোনা যাচ্ছে, হংসিকা-সোহেলের বিয়ের অনুষ্ঠানের স্বত্ব বিশাল অঙ্কে কিনে নিয়েছে ডিজ়নি প্লাস হটস্টার। সেখানেই নাকি সম্প্রচারিত হবে এই জুটির বিয়ে।
ছবি: ইনস্টাগ্রাম
নভেম্বরের শুরুতেই প্যারিসের আইফেল টাওয়ারের সামনে পরস্পর আংটি বদল করেছিলেন হংসিকা-সোহেল। হংসিকা নিজের ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন ‘বর্তমান এবং চিরকালীন’।
ছবি: ইনস্টাগ্রাম
আংটিবদলের ছবি প্রকাশ্যে আসতেই হংসিকা-সোহেলকে নিয়ে বলিপাড়ায় চর্চা শুরু হয়ে যায়। ২০২০ সালে হংসিকার সঙ্গে হাত মিলিয়ে সোহেল একটি অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তাঁদের আলাপ বহু দিনের। সোহেলের প্রথম বিয়েতেও উপস্থিত ছিলেন হংসিকা।
ছবি: ইনস্টাগ্রাম
২০১৬ সালে রিঙ্কি বজাজের সঙ্গে বিয়ে হয়েছিল হংসিকার হবু স্বামী সোহেলের। গোয়াতে তাঁদের জমকালো ডেস্টিনেশন ওয়েডিং-এ শামিল হয়েছিলেন হংসিকাও।
ছবি: ইনস্টাগ্রাম
সোহেলের আগের বিয়ের ভিডিয়োতে নাচতেও দেখা গিয়েছে হংসিকাকে। সোহেলের প্রথম বিয়ের এই নাচের ভিডিয়ো প্রকাশ্যেও আসে। সেখানে হংসিকাকে নাচতে দেখে অনুরাগীরা বিস্মিত হয়ে পড়েছিলেন।
ছবি: ইনস্টাগ্রাম
সোহেলের প্রথম বিয়ে ভাঙার পিছনে হংসিকা দায়ী কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিপাড়ার একাংশ। কিন্তু কিছু সংবাদমাধ্যমের দাবি, কাজের সূত্রে হংসিকার সঙ্গে সোহেলের সম্পর্ক গভীর হয়। একে অপরের সঙ্গে ডেটও করছিলেন তাঁরা।
ছবি: ইনস্টাগ্রাম
তার পর নভেম্বর মাসে তাঁদের সম্পর্ককে পূর্ণতা দেওয়ার জন্য আইফেল টাওয়ারের সামনে ফিল্মি স্টাইলে হংসিকাকে বিয়ের প্রস্তাব দেন সোহেল।
ছবি: ইনস্টাগ্রাম