Asteroid 2023 DW

হাতে মাত্র কয়েক বছর, প্রেমদিবসেই কি পৃথিবীতে আছড়ে পড়বে গ্রহাণু? ‘যুদ্ধের’ জন্য তৈরি হচ্ছে নাসা

নাসার তরফে গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২৩ডিডব্লু। নাসার অনুমান ২০৪৬ সালের প্রেমদিবসের দিন অর্থাৎ, ১৪ ফেব্রুয়ারি গ্রহাণুটি পৃথিবীর বুকে আছড়ে পড়়তে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৭
০১ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

পৃথিবীর দিকে আবার ধেয়ে আসছে পেল্লাই আকারের এক গ্রহাণু। সুইমিং পুলের আকারের এই গ্রহাণুটির আগামী ২৩ বছরের মধ্যে পৃথিবীর বুকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

০২ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

প্রাথমিক ভাবে নাসা জানিয়েছে, চলতি বছরে খোঁজ পাওয়া গ্রহাণুটির ২০৪৬ সালে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

০৩ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

নাসার তরফে গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২৩ডিডব্লু। নাসার অনুমান ২০৪৬ সালের প্রেমদিবসের দিন অর্থাৎ, ১৪ ফেব্রুয়ারি গ্রহাণুটি পৃথিবীর বুকে আছড়ে পড়়তে পারে।

Advertisement
০৪ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

নাসা বলছে, ২০২৩ডিডব্লু গ্রহাণুটির আকার একটি সুইমিং পুলের আকারের। পৃথিবী থেকে গ্রহাণুটির দূরত্ব প্রায় ১৮ লক্ষ কিলোমিটার।

০৫ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ ডিডব্লু গ্রহাণুর ব্যাস ৪৯.২৯ মিটার। পৃথিবী থেকে দূরত্ব প্রায় ০.১২ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (এইউ)।

Advertisement
০৬ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

নাসার বিজ্ঞানীরা অবশ্য এখনও এই গ্রহাণুটি নিয়ে গবেষণা চালাচ্ছেন। বিজ্ঞানীদের একাংশের মতে, পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির ধাক্কা না-ও লাগতে পারে।

০৭ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

নাসা জানিয়েছে, ২০২৩ডিডব্লু গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা ৫৬০ ভাগের এক ভাগ। যদিও বর্তমানে পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ গ্রহাণুর তালিকা বা ‘টরিনো ইমপ্যাক্ট হ্যাজার্ড স্কেল’-এ এটি পয়লা নম্বরে রয়েছে।

Advertisement
০৮ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

‘টরিনো ইমপ্যাক্ট হ্যাজার্ড স্কেল’-এ ঝুঁকিপূর্ণ গ্রহাণুগুলিকে শূন্য থেকে দশের মধ্যে নম্বর দেওয়া হয়। নম্বর শূন্য হলে পৃথিবীর জন্য সেই গ্রহাণু একেবারেই ঝুঁকিপূর্ণ নয়।

০৯ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

নাসার ‘জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল)’ বলছে, র‌্যাঙ্ক-১ এর অর্থ হল পৃথিবীর সঙ্গে গ্রহাণুর সংঘর্ষের আশঙ্কা থাকলেও তা খুবই কম। পাশাপাশি, জনসাধারণের উদ্বেগের কোনও কারণ নেই বলেও জেপিএল জানিয়েছে।

১০ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

নাসা জানিয়েছে, যদি ২০২৩ডিডব্লু পৃথিবীর বুকে আছড়েও পড়ে, তা হলেও এর প্রভাব ডাইনোসরদের নিশ্চিহ্ন করে দেওয়া গ্রহাণুর মতো হবে না।

১১ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

তবে ২০২৩ডিডব্লু গ্রহাণুটিকে ‘সিটি কিলার’ হিসাবে দেখছে নাসা। অর্থাৎ, এটি একটি ছোটখাটো শহরকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে।

১২ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

২০২৩ডিডব্লু-এর অর্ধেকেরও কম আকারের একটি উল্কা ১০ বছর আগে রাশিয়ার চেলিয়াবিনস্কের বুকে ধেয়ে এসেছিল। যার অভিঘাতে ৫১৭ বর্গকিলোমিটার জুড়ে থাকা বাড়িগুলির জানালার কাচ ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল। সেই ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ আহত হয়েছিলেন।

১৩ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

কোনও গ্রহাণুর পৃথিবীর বুকে আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হলে তা প্রতিরোধ করার জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন বিজ্ঞানীরা।

১৪ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

গত অক্টোবরে নাসা নিশ্চিত করেছে যে, মহাকাশ সংস্থার তরফে এমন মহাকাশযান তৈরি করা হয়েছে, যা গ্রহাণুগুলির গতিপথ ঘুরিয়ে দিতে সক্ষম।

১৫ ১৫
All you need to know about Asteroid 2023 DW, which could crash on earth in 2046

আছড়ে পড়ুক না পড়ুক, নাসা গ্রহাণুটির উপর ক্রমাগত নজর রেখে চলেছে। কোনও রকম আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হলে তারও প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি