Ahan Shetty

বাবার কোটি কোটির ব্যবসা, কফিও খান বিশেষ ভাবে তৈরি করা! কী করেন সুনীল শেট্টির হবু বৌমা?

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, আহান এবং তানিয়া শৈশবে একই স্কুলে পড়তেন। সেখান থেকেই গাঢ় হয় তাঁদের বন্ধুত্ব। পরে আরও এক ধাপ এগিয়ে সেই বন্ধুত্ব পরিণত হয় প্রেমে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৪
০১ ১৪
বলিপাড়ার অন্দরে আড়ি পাতলে‌ই শোনা যায় তারকাদের প্রেম-বিচ্ছেদের নানান কাহিনি। কখনও তারকা-তারকার প্রেম তো কখনও আবার কোনও তারকার সঙ্গে ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে বা মেয়ের প্রেম-বিয়ের গল্প। কিছু তারকার প্রেমের কাহিনি শুরু হয় যায় ছোটবেলা থেকেই। যদিও সেই সংখ্যা নগণ্য। এ রকমই একটি প্রেমের গল্প বলিউড তারকা সুনীল শেট্টির ছেলে তথা বলিউডের উঠতি তারকা আহান শেট্টি এবং তাঁর কোটিপতি প্রেমিকা তানিয়া শ্রফের।

বলিপাড়ার অন্দরে আড়ি পাতলে‌ই শোনা যায় তারকাদের প্রেম-বিচ্ছেদের নানান কাহিনি। কখনও তারকা-তারকার প্রেম তো কখনও আবার কোনও তারকার সঙ্গে ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে বা মেয়ের প্রেম-বিয়ের গল্প। কিছু তারকার প্রেমের কাহিনি শুরু হয় যায় ছোটবেলা থেকেই। যদিও সেই সংখ্যা নগণ্য। এ রকমই একটি প্রেমের গল্প বলিউড তারকা সুনীল শেট্টির ছেলে তথা বলিউডের উঠতি তারকা আহান শেট্টি এবং তাঁর কোটিপতি প্রেমিকা তানিয়া শ্রফের।

০২ ১৪
ছোট থেকেই দুই ছেলেমেয়েকে  বলিউডের চাকচিক্য থেকে দূরেই রেখেছিলেন বলিউডের ‘অন্না’। দিদি আথিয়া শেট্টি ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করলেও আহানের বলিউডে হাতেখড়ি হয়েছে গত বছর।

ছোট থেকেই দুই ছেলেমেয়েকে বলিউডের চাকচিক্য থেকে দূরেই রেখেছিলেন বলিউডের ‘অন্না’। দিদি আথিয়া শেট্টি ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করলেও আহানের বলিউডে হাতেখড়ি হয়েছে গত বছর।

০৩ ১৪
২০২১-এ ‘তড়প’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন আহান। আর তার পর থেকেই তিনি বিভিন্ন কারণে চর্চায় আছেন। আহানের চর্চায় থাকার অন্যতম কারণ তাঁর প্রমিকা তানিয়া।

২০২১-এ ‘তড়প’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন আহান। আর তার পর থেকেই তিনি বিভিন্ন কারণে চর্চায় আছেন। আহানের চর্চায় থাকার অন্যতম কারণ তাঁর প্রমিকা তানিয়া।

Advertisement
০৪ ১৪
বিভিন্ন প্রতিবেদন অনুসারে, আহান এবং তানিয়া একই স্কুলে পড়তেন। আর সেখান থেকেই গাঢ় হয় তাঁদের বন্ধুত্ব। পরে আরও এক ধাপ এগিয়ে সেই বন্ধুত্ব পরিণত হয় প্রেমে।

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, আহান এবং তানিয়া একই স্কুলে পড়তেন। আর সেখান থেকেই গাঢ় হয় তাঁদের বন্ধুত্ব। পরে আরও এক ধাপ এগিয়ে সেই বন্ধুত্ব পরিণত হয় প্রেমে।

০৫ ১৪
এর পর থেকে এক সঙ্গেই রয়েছেন এই যুগল। কোনও দিন নাকি এই ‘শূক-সারি’র সম্পর্কে চিড় ধরেনি।

এর পর থেকে এক সঙ্গেই রয়েছেন এই যুগল। কোনও দিন নাকি এই ‘শূক-সারি’র সম্পর্কে চিড় ধরেনি।

Advertisement
০৬ ১৪
তানিয়ার বাবা জয়দেব এবং মা রোমিলা শ্রফ দু’জনেই শিল্পপতি। পারিবারিক সূত্রে তাই জন্ম থেকেই কোটিপতি তানিয়া।

তানিয়ার বাবা জয়দেব এবং মা রোমিলা শ্রফ দু’জনেই শিল্পপতি। পারিবারিক সূত্রে তাই জন্ম থেকেই কোটিপতি তানিয়া।

০৭ ১৪
তানিয়ার বাবা জয়দেবের সংস্থা দেশবিদেশে কৃষি পণ্য সরবরাহ করে। জয়দেবের বাবা রজনীকান্ত শ্রফ ২০২০ সালে ভারতের সবচেয়ে ধনীদের তালিকায় ৯৩-এ জায়গা পান। ওই বছরের হিসাব অনুযায়ী, তাঁর মোট  সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি ডলারেরও বেশি।

তানিয়ার বাবা জয়দেবের সংস্থা দেশবিদেশে কৃষি পণ্য সরবরাহ করে। জয়দেবের বাবা রজনীকান্ত শ্রফ ২০২০ সালে ভারতের সবচেয়ে ধনীদের তালিকায় ৯৩-এ জায়গা পান। ওই বছরের হিসাব অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি ডলারেরও বেশি।

Advertisement
০৮ ১৪
তানিয়া ফ্যাশন স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। তাঁকে প্রায়শই বিশ্বের বিভিন্ন নামীদামি ফ্যাশন অনুষ্ঠানগুলিতে দেখা যায়। ফ্যাশন ডিজাইনার হওয়ার সুবাদে বিভিন্ন সময়ে রকমারি জামাকাপড় পরেও নজর কেড়েছেন তানিয়া।

তানিয়া ফ্যাশন স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। তাঁকে প্রায়শই বিশ্বের বিভিন্ন নামীদামি ফ্যাশন অনুষ্ঠানগুলিতে দেখা যায়। ফ্যাশন ডিজাইনার হওয়ার সুবাদে বিভিন্ন সময়ে রকমারি জামাকাপড় পরেও নজর কেড়েছেন তানিয়া।

০৯ ১৪
বিভিন্ন পত্রিকার প্রচ্ছদেও তানিয়া এবং তাঁর ডিজাইন করা পোশাকের ছবি  হামেশাই দেখতে পাওয়া যায়।

বিভিন্ন পত্রিকার প্রচ্ছদেও তানিয়া এবং তাঁর ডিজাইন করা পোশাকের ছবি হামেশাই দেখতে পাওয়া যায়।

১০ ১৪
ইনস্টাগ্রামেও আহানের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় তানিয়াকে। তাঁদের এক সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ছবিও তানিয়ার নেটমাধ্যমের অ্যাকাউন্টগুলিতে রয়েছে।

ইনস্টাগ্রামেও আহানের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় তানিয়াকে। তাঁদের এক সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ছবিও তানিয়ার নেটমাধ্যমের অ্যাকাউন্টগুলিতে রয়েছে।

১১ ১৪
প্রায়ই বিমানবন্দর এবং পার্টিতে একসঙ্গে দেখা যায় আহান-তানিয়াকে।

প্রায়ই বিমানবন্দর এবং পার্টিতে একসঙ্গে দেখা যায় আহান-তানিয়াকে।

১২ ১৪
তানিয়া যে কফি খান, তা-ও বিশেষ ভাবে নকশা করা।

তানিয়া যে কফি খান, তা-ও বিশেষ ভাবে নকশা করা।

১৩ ১৪
আহানের অভিনয় জীবন শুরুর পর থেকেই নাকি তানিয়া তাঁকে বিভিন্ন ভাবে উৎসাহ দেন। আহানের জীবনের অন্যতম মূল প্রেরণা তানিয়া, এ কথা বার বার বলেছেন সুনীল-পুত্র।

আহানের অভিনয় জীবন শুরুর পর থেকেই নাকি তানিয়া তাঁকে বিভিন্ন ভাবে উৎসাহ দেন। আহানের জীবনের অন্যতম মূল প্রেরণা তানিয়া, এ কথা বার বার বলেছেন সুনীল-পুত্র।

১৪ ১৪
তানিয়া শেট্টি পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও বেশ ঘনিষ্ঠ। সব কিছু ঠিক থাকলে তাঁকে শেট্টি  পরিবারের বৌমা হিসাবে খুব শীঘ্রই দেখা যাবে বলে বলি মহলের একাংশের মত।

তানিয়া শেট্টি পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও বেশ ঘনিষ্ঠ। সব কিছু ঠিক থাকলে তাঁকে শেট্টি পরিবারের বৌমা হিসাবে খুব শীঘ্রই দেখা যাবে বলে বলি মহলের একাংশের মত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি