Relationship

‘লজ্জা লাগত’, সম্পর্কে জড়ানোর চার মাস পরেও প্রেমিকের নাম অজানা, কী হল শেষমেশ?

সম্প্রতি এক মহিলা সমাজমাধ্যমে এসে বলেন, চার মাস ধরে তিনি যাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন তাঁর নামই জানতেন না। কী ভাবে এমনটা সম্ভব?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৮:২৯
প্রেমিকের নাম না জেনেই সম্পর্কে জড়ালেন মহিলা।

প্রেমিকের নাম না জেনেই সম্পর্কে জড়ালেন মহিলা। ছবি: শাটারস্টক।

চার মাস ধরে সম্পর্কে আছেন। কিন্তু সঙ্গীর নামই জানেন না, এমনটা কল্পনারও বাইরে। তবে ঘটেছে তেমনই। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে এক মহিলা এমনই ঘটনার কথা বলছেন।

মহিলা জানান, তিনি জানতেন না তাঁর প্রেমিকের নাম রিচার্ড, না কি প্যাট্রিক। অনেক চেষ্টা চালানোর পর প্রেমিকের গাড়ির কাগজপত্র থেকে তিনি তাঁর নাম জানতে পেরেছেন। মহিলা বলেন, ‘‘আমার যেমন মন চাইত, আমি ওকে সেই নামেই ডাকতাম। সেই সময় ফেসবুক, ইনস্টাগ্রাম ছিল না। ওকে সরাসরি জিজ্ঞেস করতেও লজ্জা পেতাম। এক দিন ওর গাড়ির কাগজপত্র ঘাটতে গিয়ে ওর নাম জানতে পারি।’’

Advertisement

প্রেমিকের নাম জানতে পারার পরেই অবশ্য তিনি বিয়ে করে ফেলেন। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। মহিলা বলেন, ‘‘এখন আর আমি ওকে ওর আসল নামে ডাকি না। অন্য নামেই ডাকি।’’

অজানা প্রেম।

অজানা প্রেম। ছবি: শাটারস্টক।

মহিলার এই স্বীকারোক্তি ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যমে বিভিন্ন রকম মন্তব্য আসে। এক জন লেখেন, ‘‘আমার বরের কোনও নামই মনে থাকে না। আমার এক এক বন্ধুকে ও এক এক নামে ডাকে। এক বার বন্ধুদের মাঝে ও আমাকেও অন্য নামে ডেকেছিল, সেই নিয়ে বন্ধুদের মধ্যে ব্যাপক ঠাট্টা-তামাশাও হয়।’’

Advertisement
আরও পড়ুন