Puchka Lover Elephant

টক-ঝাল দিয়ে বানানো, তারিয়ে তারিয়ে একের পর এক ফুচকা খাচ্ছে হাতি! ভিডিয়ো ভাইরাল

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া, হাতির ফুচকা খাওয়ার এই ঘটনাটি ঘটেছে অসমের তেজপুরে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১২:৪৯
ফুচকা খেতে ব্যস্ত গজরাজ।

ফুচকা খেতে ব্যস্ত গজরাজ। ছবি : ইনস্টাগ্রামের পাতা থেকে।

পথের ধারে ফুচকার দোকান। সেখানে ফুচকা খেতে ভিড় জমেছে মানুষের। ব্যস্ত দোকানি ক্রেতার চাপ সামলাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন। এর মধ্যে হঠাৎ সেখানে হাজির মস্ত এক হাতি। সে-ও নাকি ফুচকা খেতে চায়। অবাক কাণ্ডই বটে! অগত্যা দোকানি ফুচকা বানিয়ে হাতির মুখে তুলে দেন। মনভরে গজরাজ খাচ্ছে টক-ঝাল ফুচকা।

Advertisement

হাতির ফুচকা খাওয়ার ঘটনাটি ঘটেছে অসমের তেজপুরে। সমাজমাধ্যমে এ ঘটনার ছোট ছোট কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই ফুচকার দোকানের পাশে দাঁড়িয়ে পড়ে হাতিটি। ফুচকাওয়ালা একটি করে ফুচকা বানিয়ে তুলে ধরছেন হাতির শুঁড়ের কাছে। হাতিটি সেই ফুচকা গপগপ করে মুখে তুলছে। এ ভাবে একের পর এক ফুচকা খেয়ে ফেলছে।

ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই কমেন্টের ঝড় বইতে শুরু করেছে। তাদের মধ্যেই এক জন লিখেছেন, “ফুচকার লোভ কে সামলাতে পারে?”

Advertisement
আরও পড়ুন