Bizarre

চলন্ত মোটরবাইকে বসেই আলিঙ্গন, মাঝরাস্তায় প্রেমের নজির গড়ে গ্রেফতার যুবক-যুবতী

প্রেমে পড়লে কে কী করবেন, তা আগে থেকে নির্ধারণ করা মুশকিল। ভাল-মন্দ, হিতাহিত জ্ঞান না থাকাও স্বাভাবিক।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৩:০৪
চলন্ত মোটর বাইকে আলিঙ্গন।

চলন্ত মোটর বাইকে আলিঙ্গন। ছবি- প্রতীকী

যুদ্ধে আর ভালবাসায় কোনও কিছুই তো নিয়ম মেনে চলে না। যেমন চলেনি বিশাখাপত্তনমের কে শৈলজা এবং অজয় কুমারের জীবনেও। তাঁদের ভালবাসার নজির সৃষ্টি করা সেই ভিডিয়োই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্প্রতি। কিন্তু ভিডিয়ো ছড়িয়ে পড়ায় আদতে তাঁদের লাভ হয়নি, উল্টে কাল হয়েছে!

Advertisement

ভিডিয়োতে দেখা গিয়েছে চলন্ত মোটরসাইকেলের উপর বসে একেবারে ফিল্মি কায়দায় একে অপরকে প্রকাশ্যে আলিঙ্গন করছেন তাঁরা। শুধু তা-ই নয়, ওই যুবতী বসে রয়েছেন বাইকের ট্যাঙ্কের উপর। এমন ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অভিযুক্ত ওই যুবতী এবং যুবককে গ্রেফতার করে বিশাখাপত্তনম পুলিশ। যদিও তাঁদের বিরুদ্ধে ভালবাসা জাহির করা নয়, ট্রাফিক আইন না মানার দায়ে মামলা রুজু করা হয়।

Advertisement
আরও পড়ুন