প্রশান্ত মহাসাগরের টোঙ্গা, কিরিবাটি ও সামোয়া নামের ছোট ছোট তিনটি দ্বীপে সবার আগে শুরু হবে ১ জানুয়ারি। ছবি: প্রতীকী
ঘড়ির কাটায় ১২টা বাজলেই শুরু হয়ে যাবে ২০২৩। দেশ-বিদেশে পালিত হবে বর্ষবরণের উৎসব। কিন্তু সব দেশে সময়রেখা তো সমান নয়। তাই কোনও দেশে আগে আর কোনও দেশে পরে শুরু হবে নতুন বছর। কোন দেশে সবার প্রথমে শুরু হবে ২০২৩ আরে কোন দেশে সবার শেষে, রইল তার হদিস।
পৃথিবীর সব দেশ যাতে একে অন্যের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, তার জন্য ইংল্যান্ডের গ্রিনিচ শহরের সময়কে প্রমাণ হিসাবে ধরা হয়। একেই ‘গ্রিনিচ মিন টাইম’ বা জিএমটি বলে। এই রেখা অনুযায়ী প্রশান্ত মহাসাগরের টোঙ্গা, কিরিবাটি ও সামোয়া নামের ছোট ছোট তিনটি দ্বীপে সবার আগে শুরু হবে ১ জানুয়ারি। জিএমটি অনুযায়ী সকাল ১০টায় ২০২৩-এ প্রবেশ করবে এই দ্বীপগুলি। ভারতে তখন বাজবে বিকেল সাড়ে ৩টে।
বিজ্ঞান বলছে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। আর সে কারণেই পূর্ব দিকের দেশগুলিতে সবার আগে সূর্যোদয় হয়। অন্য দিকে, আমেরিকার পশ্চিমে হাওল্যান্ড ও বেকার আইল্যান্ডে সবার শেষে শুরু হবে নতুন বছর। গ্রিনিচে তখন দুপুর ১২টা বাজবে। ভারতে বাজবে বিকেল সাড়ে ৫টা।