Gajendra Singh Shekhawat

সরকারি সফরে শহরে গজেন্দ্র

শনিবার সকালে সায়েন্স সিটিতে জাতীয় বিজ্ঞান সংগ্রহশালার একটি প্রদর্শনী উদ্বোধন করে সেই সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে যোগ দিয়েছিলেন মন্ত্রী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৫:১০
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত।

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। —ফাইল চিত্র।

বিভিন্ন সরকারি কাজে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। তিনি শুক্রবার রাতেই শহরে এসেছিলেন। শনিবার সকালে সায়েন্স সিটিতে জাতীয় বিজ্ঞান সংগ্রহশালার একটি প্রদর্শনী উদ্বোধন করে সেই সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে যোগ দিয়েছিলেন মন্ত্রী। এর পরে তিনি বিধাননগরের ললিতকলা অ্যাকাডেমি এবং জাতীয় গ্রন্থাগারেও গিয়েছিলেন। গ্রন্থাগারের সংগ্রহশালা পরিদর্শনের পাশাপাশি সেখানকার কর্মীদের সঙ্গেও কথা বলেছেন মন্ত্রী। বিকেলে একটি প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে গজেন্দ্র গিয়েছিলেন ভারতীয় জাদুঘরে। সরকারি সফর শেষে এ দিন সন্ধ্যাতেই তিনি দিল্লি ফিরে যান।

Advertisement
Advertisement
আরও পড়ুন