Lifestyle Tips

করোনার সংক্রমণ না ছড়ানোর জন্য কী করতে হবে

যে সব এলাকায় সংক্রমণের প্রকোপ বেশি সেখানে মাস্ক খোলাই যাবে না। আর যদি কোনও জায়গায় ভিড় বেশি হয়, সেখানেও মাস্ক খুব জরুরি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৭:২০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

করোনা আবার বাড়ছে। সঙ্গে বাড়ছে তা নিয়ে চিন্তাও। এই সময়ে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। ভাইরাস যাতে আরও কারও কাছে না ছড়ায়, তা-ও দেখতে হবে। যতটা সম্ভব নিজে সাবধান থাকা জরুরি। বিশেষ করে যখন ভিড়ের মধ্যে থাকতে হবে, সে সময়ে আরওই ভেবেচিন্তে চলা প্রয়োজন।

কী ভাবে চলতে হবে এ সময়ে? কখন পরতে হবে মাস্ক? বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যেমন বলে দিয়েছে, যে সব এলাকায় সংক্রমণের প্রকোপ বেশি সেখানে মাস্ক খোলাই যাবে না। আর যদি কোনও জায়গায় ভিড় বেশি হয়, সেখানেও মাস্ক খুব জরুরি। অনেক ক্ষেত্রে বোঝা যায় না কতটা রোগমুক্ত চারপাশটা। কোনও রকম সন্দেহ থাকলে এ সময়ে মাস্ক পরে থাকাই ভাল।

Advertisement

আর কী কী করতে হবে এমন সময়ে?

• বারবার হাত পরিষ্কার করা দরকার

• যেখানে সাবান নেই, সেখানে স্যানিটাইজার রাখতে হবে সর্বক্ষণ

• মাস্ক পরে থাকলেও আশপাশের মানুষের খুব কাছ ঘেঁষে বসার দরকার নেই

• শপিং মল, মন্দির, সিনেমা হলে গেলে মাস্ক একেবারেই খোলা চলবে না

• শরীর একটুও খারাপ লাগলে বাড়ি থেকে না বেরোনোই উচিত

এমন কিছু দিকে খেয়াল থাকলে খানিকটা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে সংক্রমণ ছড়ানোর গতি।

আরও পড়ুন
Advertisement